কেড়ে নেওয়া হয়েছে ফোন, রক্ষণাবেক্ষণের খরচ দিতে না পারায় বাড়ি ছেড়ে পথে বসতে হবে কাম্বলিকে!

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছেন। তিনি শারীরিক সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছেন। 

৬ মাস ধরে নিজস্ব মোবাইল ফোন নেই। আইফোন ব্যবহার করতেন। কিন্তু সেই ফোন সারানোর জন্য ১৫,০০০ টাকা দিতে পারেননি। এই কারণে সংশ্লিষ্ট দোকানদার ফোন কেড়ে নিয়েছেন। এমনই আর্থিক অবস্থা, এবার হয়তো বাড়ি ছেড়ে পথে বসবেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি। তিনি সপরিবারে যে হাউসিং সোসাইটিতে থাকেন, সেখানে রক্ষণাবেক্ষণের খরচ দিতে পারছেন না। ১৮ লক্ষ টাকা বকেয়া। এই টাকা দিতে না পারলে বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে। সব হারিয়ে কার্যত পথের ভিখারি হতে চলেছেন এই বিখ্যাত ক্রিকেটার। অসংযমী জীবনযাপনের জন্যই তাঁর এই অবস্থা হয়েছে। ছোটবেলার বন্ধু তথা একসময় জাতীয় দলের সতীর্থ সচিন তেন্ডুলকর চাকরি জোগাড় করে দিয়েছিলেন। কিন্তু সেই চাকরি ছেড়ে দেন কাম্বলি। তিনি জানিয়েছেন, সচিন এখনও অনেক সাহায্য করেন। কিন্তু তারপরেও সুপথে আসতে পারেননি কাম্বলি। এই কারণেই তিনি সবদিক থেকেই শেষ হয়ে যেতে চলেছেন।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কাম্বলি

Latest Videos

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কয়েকদিন আগে মহারাষ্ট্রের থানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন কাম্বলি। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। এই প্রাক্তন ক্রিকেটারের মূত্রনালিতে সংক্রমণও হয়েছিল। বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। প্রায় দু'সপ্তাহ তাঁকে হাসপাতালে কাটাতে হয়েছে। প্রথমে মূত্রনালিতে সংক্রমণের সমস্যা ছিল। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এই কারণেই বেশ কিছুদিন তাঁকে হাসপাতালে থাকতে হল।

নেশা ছাড়তে পারবেন কাম্বলি

জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হিসেবে বিসিসিআই-এর কাছ থেকে প্রতি মাসে ৩০,০০০ টাকা অবসরকালীন ভাতা পান কাম্বলি। এক রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে। সুস্থভাবে জীবনযাপন করলে, কোচিং করালে তাঁর পক্ষে ভালোভাবেই জীবন কাটানো সম্ভব হতে পারত। কিন্তু মদের নেশার কবলে পড়ে সম্মান, অর্থ খুইয়েছেন কাম্বলি। তাঁকে সুস্থ পথে ফিরতে হলে নেশা ছাড়তেই হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের স্বাস্থ্যের অবনতি, মহারাষ্ট্রের থানের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি

IPL 2023: শুবমানের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরু করেছিল কাম্বলি, মন্তব্য কপিলের

সচিনের দেওয়া চাকরি ছেড়েছেন, এখন আর্থিক অনটনে হন্যে হয়ে কাজ খুঁজছেন বিনোদ কাম্বলি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি