সৌরভ, দ্রাবিড় নাকি ধোনি! তাঁর পছন্দের অধিনায়ক কে? উত্তর দিলেন প্রাক্তন জাতীয় তারকা যুবরাজ

যুবির পছন্দের অধিনায়ক আসলে কে? সেই নিয়েই এবার মুখ খুললেন জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন তারকা।

যুবির পছন্দের অধিনায়ক আসলে কে? সেই নিয়েই এবার মুখ খুললেন জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন তারকা।

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে গত ২০০৭ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জেতেন মহেন্দ্র সিং ধোনি।

Latest Videos

সেই দলেরই অন্যতম একজন সেরা ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভরসা করেই ভারত দুটি বিশ্বকাপে জয় পায়। তবে যুবরাজ তাঁর পছন্দের অধিনায়ক হিসেবে বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ধোনি এবং সৌরভের নেতৃত্বে একাধিক ম্যাচে খেলেছি। দীর্ঘদিন ধরে খেলেছি। তবে ভারতীয় দলে আমি জায়গা পেয়েছিলাম সৌরভের নেতৃত্বে। তাই আমার মনে হয় সৌরভই সেরা।”

প্রসঙ্গত, ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সেরা ক্রিকেটার হয়েছিলেন যুবরাজ। আর সেই বছরই তৎকালীন আইসিসি নকআউট ট্রফি যা বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত, সেই দলে জায়গা পান তিনি। বলা চলে, সৌরভের নেতৃত্বেই সেই প্রতিযোগিতায় অভিষেক ঘটে যুবরাজের।

কেনিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচটি খেলেন তিনি। যদিও ব্যাট করার সুযোগ পাননি। তবে কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৮০ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তরুণ যুবরাজ।

এমনকি, ২০১১ সালে ধোনির নেতৃত্বে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। সেই প্রতিযোগিতাতেও সেরা ক্রিকেটার নির্বাচিত হন যুবরাজ সিং। সেই টুর্নামেন্টে যুবরাজ মোট ৩৬২ রান করেন। সেইসঙ্গে, নেন ১৫টি উইকেট।

তাঁকেই একটি সাক্ষাৎকারে বলা হয়েছিল যে, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিংহ ধোনির মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে হবে। তাঁর পছন্দের অধিনায়ক হিসেবে কাকে তিনি এগিয়ে রাখবেন?

তার পরিপ্রেক্ষিতেই যুবরাজ জানান, তিনি দাদা অর্থাৎ সৌরভকেই অধিনায়ক হিসেবে বেছে নেবেন। কারণ, তাঁর অধিনায়কত্বের সময়েই জাতীয় দলে ডাক পান যুবরাজ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury