লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করলেন ঈশান কিশান! পেলেন শতরান, বড় বার্তা দিলেন নির্বাচকদের

দলীপ ট্রফিতে নিজেকে প্রমাণ করলেন ঈশান কিশান (Ishan Kishan)। লাল বলের ক্রিকেটে ফিরেই শতরান পেলেন তিনি।

দলীপ ট্রফিতে নিজেকে প্রমাণ করলেন ঈশান কিশান (Ishan Kishan)। লাল বলের ক্রিকেটে ফিরেই শতরান পেলেন তিনি।

দলীপ ট্রফির (Duleep Trophy) প্রথম ম্যাচে যদিও চোটের কারণে খেলতে পারেননিম ঈশান। তবে দ্বিতীয় ম্যাচে দলে জায়গা পেয়েই শতরান করলেন তরুণ এই ভারতীয় ব্যাটার।

Latest Videos

দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারত-সি মুখোমুখি হয় ভারত-বি দলের। সেই ম্যাচে ঈশান ১১১ রানের ইনিংস উপহার দেন। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ১২৬ বলের বিনিময়ে এই রানটি করেন। উল্লেখ্য, গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে খেলেননি ঈশান।

যে কারণে, বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে। এমনকি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে থাকলেও তাঁকে খেলানো হয়নি। আর তারপরেই মানসিকভাবে অসুস্থ বলে দল ছাড়েন ঈশান। পরে ফিরে এসে ঘরোয়া ক্রিকেটে আর খেলেননি।

যদিও আইপিএলের প্রস্তুতি নিয়েছিলেন এবং সেখানে খেলেওছিলেন। তাই সবারই মনে হতে শুরু করে যে, লাল বলের ক্রিকেট খেলতে একেবারেই আগ্রহী নন ঈশান। কিন্তু সেই তিনিই আবার বৃহস্পতিবার, শতরান করলেন ডোমেস্টিক ক্রিকেটেই।

সেইসঙ্গে, নির্বাচকদেরও যেন বার্তা দিয়ে রাখলেন তিনি। ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল বাংলাদেশের বিরুদ্ধে ১৬ জনের দলে জায়গা করে নিয়েছেন। ফলে, দলীপে শতরান করায় এবার লড়াইয়ে ঈশানও।

ভারত-সি প্রথমে ব্যাট করে দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শন ৯৬ রানের পার্টনারশিপ গড়েন। রুতুরাজ করেন ৪৬ রান এবং সুদর্শনের সংগ্রহে ৪৩। তিন নম্বরে ব্যাট করতে নেমে রজত পাতিদার করেন ৪০ রান।

ওদিকে ঈশানের সঙ্গে জুটি গড়েন বাবা ইন্দ্রজিৎ। তিনি ৭৮ রান করেন। তবে রান পাননি অভিষেক পোড়েল। তিনি ১২ রান করে আউট হয়ে ফিরে যান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের