হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থ নয়ছয় করার অভিযোগ, আজহারকে তলব ইডি-র

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন জাতীয় দলের হয়ে খেলার সময় একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েন। খেলা ছাড়ার দুই দশক পরেও বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না।

ভারতীয় দলের হয়ে খেলার সময় ম্যাচ গড়াপেটার ঘটনায় নাম জড়িয়েছিল। এবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন তহবিল তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমন পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। বৃহস্পতিবার তাঁকে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু এদিন তিনি ইডি দফতরে হাজির হননি। ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য সময় চেয়েছেন আজহার। তাঁর বিরুদ্ধে ২০ কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। ডিজেল জেনারেটর কেনা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংক্রান্ত সরঞ্জাম কেনা এবং হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ছাউনি করার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থই নয়ছয় করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজহারকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

আজহারকে প্রথমবার তলব ইডি-র

Latest Videos

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজহারের কী ভূমিকা ছিল, সে বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। প্রথমবার ইডি-র সমন পেলেন এই প্রাক্তন ক্রিকেটার। ২০২৩ সালের নভেম্বরে অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে তেলঙ্গানার ৯ জায়গায় তল্লাশি চালায় ইডি। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি গদ্দাম বিনোদ, প্রাক্তন সহ-সভাপতি শিবলাল যাদব, প্রাক্তন সচিব আর্শাদ আয়ুবের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসএস কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড ও এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সত্যনারায়ণের বাড়িতেও তল্লাশি চালানো হয়। এবার এই মামলাতেই আজহারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।

দুর্নীতির ঘাঁটি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন?

ইডি সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যোগসাজশের মাধ্যমে দরপত্রে কারচুপি করেছেন। এর ফলে তাঁরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এই অভিযোগ পেয়েই তদন্ত করছেন ইডি আধিকারিকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সৌরভের পথেই আরেক প্রাক্তন অধিনায়ক, হায়দরাবাদ ক্রিকেটের সভাপতি হলেন আজহার

রোজভ্যালিতে জমানো টাকা ফেরত দেবে ইডি! রক্তজল করা জমানো অর্থ ফেরত পেতে পারেন প্রায় ২২ লক্ষ আমানতকারী

Aam Aadmi Party: ৮ বছরে বিদেশ থেকে বেআইনিভাবে ৭ কোটি টাকা পেয়েছে আম আদমি পার্টি, দাবি ইডি-র

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today