পিএসএল চলাকালীন বাবর আজমের সমালোচনা করায় বেরোতে পারেননি, খাবার জোটেনি, বিস্ফোরক সাইমন ডুল

Published : Apr 14, 2023, 01:37 PM ISTUpdated : Apr 14, 2023, 01:47 PM IST
Simon Doull

সংক্ষিপ্ত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাকিস্তান সুপার লিগকে সফল টি-২০ লিগ বলে দাবি করা হয়। কিন্তু এই লিগের স্বরূপ তুলে ধরলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল।

 কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তুলনায় পাকিস্তান সুপার লিগকে এগিয়ে রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজম শেঠি। কিন্তু পিএসএল-এর প্রকৃত অবস্থা যে কী এবং পাকিস্তানে গিয়ে থাকা কতটা যন্ত্রণাদায়ক, সেটা প্রকাশ্যে জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। এখন আইপিএল-এ ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ডুল। এরই মধ্যে পিএসএল-এর অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে বাস করা জেলখানায় থাকার মতো। বাবর আজমের সমালোচনা করায় আমাকে চরম সমস্যায় পড়তে হয়েছিল। আমাকে মারবে বলে অপেক্ষা করছিল বাবরের সমর্থকরা। আমাকে কয়েকদিন না খেয়েই কাটাতে হয়েছিল। আমার উপর মানসিক অত্যাচার করা হচ্ছিল। তবে ঈশ্বরের অনুগ্রহে আমি কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হই।’

ডুল আরও জানিয়েছেন, পিএসএল-এ পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে খেলার সময় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ৯৯ রানে ব্যাটিং করছিলেন বাবর। দলের কথা ভেবে দ্রুত রান তোলার চেষ্টা না করে তিনি ব্যক্তিগত নজির গড়ার জন্যই ব্যাটিং করছিলেন। সেই সময় ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা ডুল বলেন, ‘দলের কথা ভেবে ব্যাটিং করছে না বাবর। দলকে গুরুত্ব না দিয়ে ও ব্যক্তিগত স্বার্থের কথাই ভাবছে। বাউন্ডারি মারার চেষ্টা করছে না বাবর। দলের স্বার্থে ওর দ্রুত রান করার চেষ্টা করা উচিত। শতরান করা খুব ভালো। পরিসংখ্যান খুব সুন্দর। কিন্তু দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

এভাবে প্রকাশ্যে বাবরের সমালোচনা করে তাঁর সমর্থকদের রোষের মুখে পড়তে হয় ডুলকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মুণ্ডপাত শুরু করে দেন বাবরের সমর্থকরা। অবস্থা এমনই দাঁড়ায়, আক্রান্ত হওয়ার আশঙ্কায় গৃহবন্দি অবস্থায় কয়েকদিন কাটাতে হয় ডুলকে। সেই সময় তিনি খাবারও পাচ্ছিলেন না। শেষপর্যন্ত অবশ্য নিরাপদে পাকিস্তান ছাড়তে সক্ষম হন নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার।

আইপিএল-এ ধারাভাষ্য দেওয়ার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলির সমালোচনা করেছেন ডুল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাটের ইনিংসের সমালোচনা করে ডুল বলেছেন, ‘৪২ থেকে ৫০ রানে পৌঁছতে ১০ বল নিল বিরাট। ও ব্যক্তিগত নজিরের কথা ভাবছে। আমার মনে হয়, ক্রিকেটে ব্যক্তিগত নজিরের কথা ভাবার অবকাশ আর নেই।’ সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের সমালোচনা হলেও, বিরাটের অনুরাগীদের আক্রমণের মুখে পড়তে হয়নি ডুলকে। তিনি আইপিএল-এ ধারাভাষ্যকার হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর কোনও সমস্যা হচ্ছে না।

আরও পড়ুন-

IPL 2023: ৫ বছর পর ফের বিনা পয়সায় সমর্থকদের ম্যাচ দেখতে নিয়ে যাচ্ছে সিএসকে

IPL 2023: শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যাওয়া চলবে না, দলকে বার্তা হার্দিকের

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে