সংক্ষিপ্ত

আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে সবচেয়ে অনুগত চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। মহেন্দ্র সিং ধোনিদের প্রতি অভূতপূর্ব সমর্থন দেখা যায়। সমর্থকদের পাল্টা সম্মান জানায় সিএসকে।

করোনাভাইরাস অতিমারীর কারণে গত কয়েক বছরে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা যায়নি আইপিএল। কোনওবার বিদেশে, আবার কখনও দেশের মাটিতেই দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে আইপিএল। কিন্তু এবার পুরনো ফর্ম্যাটে ফিরেছে এই টি-২০ লিগ। হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে হচ্ছে আইপিএল। এরই সঙ্গে সঙ্গতি বজায় রেখে ৫ বছর পর ফিরছে  চেন্নাই সুপার কিংসের 'হুইসল পোডু এক্সপ্রেস'। ৩০ এপ্রিল চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে সিএসকে। এই ম্যাচে চেন্নাইয়ের বাইরে তামিলনাড়ুর অন্যান্য প্রান্তে থাকা সমর্থকদের বিশেষ ট্রেনে করে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, কন্যাকুমারী, তিরুনেলভেলি, মাদুরাই, দিন্দিগুল, ত্রিচি থেকে ৭৫০ সমর্থককে ট্রেনে করে চেন্নাইয়ে নিয়ে আসা হবে। সমর্থকদের উদ্দেশে সিএসকে-র ওয়েবসাইটে নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছিল। তাঁদের মধ্যে থেকেই ৭৫০ জনকে ম্যাচ দেখতে নিয়ে আসা হবে। 

সিএসকে-র পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ এপ্রিল কন্যাকুমারী থেকে ছাড়বে এই বিশেষ ট্রেন। এই ট্রেন তিরুনেলভেলি, মাদুরাই, দিন্দিগুল, ত্রিচি হয়ে ৩০ এপ্রিল চেন্নাইয়ে পৌঁছবে। ট্রেনের ভাড়া ছাড়াও খাবার, ম্যাচের টিকিট, চেন্নাই সুপার কিংসের মার্চেন্ডাইজ, খাবার ও পানীয় দেবে সিএসকে ম্যানেজমেন্ট। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে আর কেউ সমর্থকদের জন্য এরকম কোনও ব্যবস্থা করে না। এর আগে ২০১৮ সালেও সমর্থকদের জন্য এরকম বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল সিএসকে ম্যানেজমেন্ট। সেবার সমর্থকদের পুণেতে নিয়ে যাওয়া হয়েছিল। নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে আইপিএল-এ ফিরে চিপকে মাত্র একটি হোম ম্যাচ খেলেছিল সিএসকে। নিরাপত্তাজনিত সমস্যা থাকায় বাকি হোম ম্যাচগুলি হয়েছিল পুণেতে। সেখানেই সমর্থকদের বিনামূল্যে নিয়ে যাওয়া হয়েছিল।

২০১৮ সালের আইপিএল-এ চ্যাম্পিয়ন হয় সিএসকে। নির্বাসন কাটিয়ে আইপিএল-এ ফিরেই চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির দল। এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে সিএসকে। ৪ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছেন ধোনিরা। সিএসকে-র অধিনায়ক হিসেবে ২০০-তম ম্যাচ খেলারপ রেকর্ড গড়েছেন ধোনি। সেই ম্যাচে অবশ্য রাজস্থান রয়্যালসের কাছে ৩ হেরে গিয়েছে সিএসকে। হাঁটুর চোট নিয়েও অসাধারণ লড়াই করেন ধোনি। তবে তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি। ধোনির পাশাপাশি ভালো পারফরম্যান্স দেখান রবীন্দ্র জাদেজা। কিন্তু পুরনো দলের বিরুদ্ধে ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে রাজস্থানকে জেতান রবিচন্দ্রন অশ্বিন। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে সিএসকে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান।

আরও পড়ুন-

IPL 2023: শুবমানের অসাধারণ ইনিংস, রিঙ্কু সিংয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল গুজরাট

IPL 2023: খারাপ খেলছেন না আন্দ্রে রাসেল, দাবি সতীর্থ লকি ফার্গুসনের

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের