IPL 2023: শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যাওয়া চলবে না, দলকে বার্তা হার্দিকের

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পরের ম্যাচেই পাঞ্জাব কিংসকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে গুজরাট টাইটানস। অসাধারণ পারফরম্যান্স দেখালেন শুবমান গিল।

বৃহস্পতিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ১ বল বাকি থাকতে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। তবে এই জয়ে খুব একটা খুশি নন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘আমি শেষপর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়ার পক্ষে নই। এই ম্যাচ থেকে আমাদের অনেককিছু শেখার আছে। এটাই শেখার সবচেয়ে সুন্দর দিক। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আমাদের আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। ওরা (পাঞ্জাব কিংস) সত্যিই ভালো বোলিং করেছে। সৌভাগ্যবশত আমাদের সব ব্যাটারই ছন্দে আছে। মাঝের ওভারগুলিতে আমাদের ঝুঁকি নিতে হবে এবং শট খেলতে হবে। ম্যাচ যাতে শেষ ওভার পর্যন্ত না গড়ায়, সেটা নিশ্চিত করতে হবে। বল শুকনো হয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু এই উইকেটে ব্যাটিং করা সহজতর ছিল। মোহিত (শর্মা) ও আলজারি (জোশেফ) যখন বোলিং করছিল তখন মোটেই অবাক হইনি। মোহিত অনেক পরিশ্রম করেছে। ও ধৈর্যের পরিচয় দিয়েছে। ওর ভালো সময় এসেছে। ম্যাচ যদি আমাদের বিপক্ষে যেত, তাহলে মোটেই ভালো লাগত না। আমি চাই আগেই ম্যাচ শেষ হয়ে যাক। আমি শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়ার পক্ষে নই।’

৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হওয়া মোহিত বলেছেন, ‘এই মাঠে (মোহালি) আমার সময়টা ভালোই যায়। আমি বোলিংয়ে বৈচিত্র আনার চেষ্টা করছিলাম। মাঝের ওভারগুলিতে হার্দিকের সঙ্গে কথা বলি। তাতে আমাদের সুবিধা হয়। সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, নিজের ১০০ শতাংশ দিতে হয়, পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে হয় এবং ব্যাকরণ মেনে খেলতে হয়। আমাকে ১০ ওভারের পর বোলিং করার দায়িত্ব দেওয়া হয়। আমাদের কোচ (আশিস নেহরা) দলের সবাইকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। তার ফলে সুবিধা হয়েছে।’

Latest Videos

শুবমান গিল বলেছেন, ‘এই উইকেটে শেষের দিকে ব্যাটিং করা কঠিন হয়ে গিয়েছিল। পুরনো বলে ওভার-বাউন্ডারি মারা শক্ত ছিল। এই মাঠ অনেক বড়। ফাঁকা জায়গায় শট খেলে যত বেশি সম্ভব রান করা জরুরি ছিল। আমার দলকে জিতিয়েই মাঠ ছাড়া উচিত ছিল। মোহিত শর্মা ভালো পারফরম্যান্স দেখাল। গুজরাট টাইটানসের হয়ে অভিষেক ম্যাচটা ওর পক্ষে ভালো গেল।’

আরও পড়ুন-

IPL 2023: ৫ বছর পর ফের বিনা পয়সায় সমর্থকদের ম্যাচ দেখতে নিয়ে যাচ্ছে সিএসকে

IPL 2023: শুবমানের অসাধারণ ইনিংস, রিঙ্কু সিংয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল গুজরাট

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন