সোনালি বেন্দ্রের সঙ্গে সম্পর্ক? প্রথমবার মুখ খুললেন শাহিদ আফ্রিদি

পাকিস্তানের একাধিক ক্রিকেটারের সঙ্গে ভারতের মেয়েদের বিয়ে হয়েছে। সবচেয়ে বিখ্যাত বিয়ে শোয়েব মালিক ও সানিয়া মির্জার। যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

বলিউড তারকা সোনালি বেন্দ্রের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুজব শোনা গিয়েছে। এবার সে বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। পাকিস্তানের আর্টস কাউন্সিলে ১৭-তম উর্দু ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড করাচি ফেস্টিভ্যালে স্পেশাল সেশনে সোনালির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, 'এখন আমি দাদু হয়ে গিয়েছি।' এ কথা বলেই হেসে ফেলেন এই প্রাক্তন অলরাউন্ডার। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অবশ্য এখনও নিজেকে দাদু হিসেবে মেনে নিইনি। আমার পঞ্চম মেয়ের সন্তান হলে তারপরেই নিজেকে দাদু হিসেবে মেনে নেব।’

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক সোনালির?

Latest Videos

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি ছাড়াও শোয়েব আখতারের সঙ্গে সোনালির সম্পর্ক রয়েছে বলে গুজব শোনা গিয়েছে। তবে এই দুই প্রাক্তন ক্রিকেটার কোনওদিনই বলিউড তারকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। এবার সরাসরি এ বিষয়ে মুখ খুললেন আফ্রিদি। তিনি সোনালির সঙ্গে সম্পর্কের জল্পনা উড়িয়ে দিয়েছেন। সোনালিও কখনও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

বিসিসিআই-কে আক্রমণ আফ্রিদির

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ হতে চলেছে হাইব্রিড মডেলে। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাবে না জানিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই ঘটনায় ক্ষুব্ধ আফ্রিদি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের শক্তিশালী এবং আত্মনির্ভর হয়ে ওঠা উচিত। নীতির ভিত্তিতে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। ভারত যদি পাকিস্তানে এসে খেলতে না পারে, তাহলে আমাদেরও ভারতে গিয়ে খেলা উচিত নয়। সব সদস্য দেশই যাতে ক্রিকেট খেলার সুযোগ পায় সেটা নিশ্চিত করতে চায় না কি শুধু অর্থ রোজগার করতে চায়, সেই সিদ্ধান্ত নিতে হবে আইসিসি-কে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: 'অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠছে,' রোহিতের প্রশংসায় শাহিদ আফ্রিদি

পিসিবি-র কার্যনির্বাহী প্রধান নির্বাচক নিযুক্ত প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি

কেন স্টেডিয়ামে ভারতের পতাকা উড়িয়েছেন তার ছোট মেয়ে, কারণ জানালেন শাহিদ আফ্রিদি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মমতার দশা কেজরিওয়াল-এর মত করব' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari | BJP vs TMC |
"এবার রোহিতের জায়গায় সৌগতকে নামাতে হবে", চরম কটাক্ষ মদন মিত্রের | Madan Mitra on Saugata Roy
‘Hindu-দের দোকান ভাঙবেন পোড়াবেন এই অধিকার কে দিয়েছে!’ তীব্র হুঙ্কার Suvendu Adhikari-র
‘JNU-এর মতো JU-কেও ঠান্ডা করব!’ Jadavpur ইস্যুতে Mamata Banerjee-কে হুঁশিয়ারি Agnimitra Paul-এর
'জনগণ মমতাকে চ্যাংদোলা করে বাইরে ফেলবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Bangla News Today