এই কারণেই ম্যাচ গড়াপেটা হয়, পাকিস্তান দল নিয়ে বিস্ফোরক জাভেদ মিঁয়াদাদ

Published : Nov 15, 2022, 01:55 PM IST
javed miandad

সংক্ষিপ্ত

পাকিস্তানের ক্রিকেটে ম্যাচ গড়াপেটার ঘটনা নতুন নয়। ফের এই বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ।

এবারের টি-২০ বিশ্বকাপের শুরুতে পাকিস্তানের পারফরম্যান্স যখন খারাপ হচ্ছিল, তখন বাবর আজমদের তীব্র সমালোচনা করছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু তারপর অভাবনীয়ভাবে পাকিস্তান দল প্রথমে সেমি ফাইনাল এবং পরে ফাইনালে ওঠায় প্রাক্তন ক্রিকেটারদের সুর বদলে যায়। কিন্তু ফাইনালে ইংল্যান্ডের কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর ফের পাকিস্তান ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন তারকা জাভেদ মিঁয়াদাদ। তিনি ম্যাচ গড়াপেটার বিতর্কও উস্কে দিয়েছেন। এই প্রাক্তন তারকা একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বলেছেন, 'আমাদের দেশের প্রাক্তন ক্রিকেটারদের দেখুন। তাঁরা যেভাবে ক্রিকেট খেলেছেন সেটা মনে করে দেখুন। আমি কোনওদিন অন্যায় কিছু করিনি। আমি অনেক লোভনীয় প্রস্তাবই পেয়েছি কিন্তু কোনওদিন সেই প্রস্তাবে সাড়া দিইনি। এখন পাকিস্তানের হয়ে যারা ক্রিকেট খেলছে, তাদের কী হবে? ওরা ভালভাবেই জানে, ভাল পারফরম্য়ান্স দেখাতে না পারলে কোথাও সুযোগ পাবে না। এই কারণেই ম্যাচ গড়াপেটা হয়। সবাই ভয় পাচ্ছে, ওদের কেরিয়ার শেষ হয়ে যাবে।'

পাকিস্তান দলের সঙ্গে মেন্টর হিসেবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার ম্যাথু হেডেন এবং বোলিং কোচ হিসেবে শন টেটকে রাখা নিয়ে পিসিবি-কে আক্রমণ করেছেন মিঁয়াদাদ। গতবারের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের সাপোর্ট স্টাফ হিসেবে ভেরনন ফিল্যান্ডারকে নিয়োগ করা হয়েছিল। এ প্রসঙ্গে মিঁয়াদাদ বলেছেন, 'আমাদের দেশ খেলেছে। কিন্তু আজ যে ছেলেরা খেলছে, ওদের ভবিষ্যৎ কী? দলের সঙ্গে যে বিদেশিরা আছে, ওদের স্টুডিওয় নিয়ে আসুন। ওদের আমরা প্রশ্ন করুন। আমরা ওদের জিজ্ঞাসা করব, ওরা ক্রিকেটের বিষয়ে কী জানে? এইসব লোকজনকে ধরে এনে বোর্ডের কর্তারা নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে। তার মানে আমরা ঠিক কথাই বলছি।'

আটের দশক থেকেই পাকিস্তানের ক্রিকেটে গড়াপেটার কালো ছায়া পড়েছে। বারবার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। ২০১০ সালে স্পট-ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানের তৎকালীন অধিনায়ক সলমন বাট ও দুই পেসার মহম্মদ আসিফ ও মহম্মদ আমির গ্রেফতার হন। তাঁদের নির্বাসিত করা হয়। এর আগে বা পরেও পাকিস্তানের একাধিক ক্রিকেটারের নাম ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িয়েছে। উমর আকমল, সেলিম মালিক, দানিশ কানেরিয়া, মহম্মদ ইরফানের মতো প্রথমসারির ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এবার মিঁয়াদাদ নতুন করে ম্যাচ গড়াপেটার অভিযোগ উস্কে দিলেন। ফলে পাকিস্তানের ক্রিকেটে ফের অশান্তির সম্ভাবনা তৈরি হচ্ছে।

আরও পড়ুন-

ভারতের বিরুদ্ধে সিরিজে কিউয়িদের দলে নেই মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট

ভারতের প্রধান বোলাররা ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে বল করতে চাননি, দাবি শোয়েব মালিকের

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?