T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
প্রথম দল হিসেবে একইসঙ্গে ওডিআই এবং টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ইংল্যান্ড। ২০১৯ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ওডিআই বিশ্বকাপ জেতার পর রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড।
প্রথম দল হিসেবে একইসঙ্গে ওডিআই এবং টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ইংল্যান্ড। ২০১৯ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ওডিআই বিশ্বকাপ জেতার পর রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। এদিন ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস ও স্যাম কারান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম করেন ৩২ রান। ইংল্যান্ডের হয়ে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন কারান। ২ উইকেট করে নেন আদিল রশিদ ও ক্রিস জর্ডান। রান তাড়া করতে নেমে ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। স্টোকস ৫২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট নেন হ্যারিস রউফ। ২০১০-এর পর দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড।