ভারত কোনও আলোচনা ছাড়াই এশিয়া কাপ থেকে সরে যাওয়ায় ব্যথিত হয়েছি, বললেন রামিজ রাজা

সম্প্রতি পিসিবি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রামিজ রাজাকে। পদ হারানোর পর প্রথমবার মুখ খুললেন রামিজ।

এশিয়া কাপ ইস্যুতে বিসিসিআই-এর অবস্থান নিয়ে সুর চড়িয়েছিলেন। ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পিসিবি-ও ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু পিসিবি চেয়ারম্যানের পদ হারাতেই সুর নরম করলেন রামিজ রাজা। তিনি দাবি করেছেন, বিসিসিআই-এর আচরণে দুঃখ পেয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে রামিজ বলেছেন, 'ভারতের ক্রিকেটপ্রেমীদের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। আমি বছরের পর বছর ধরে ভারতে গিয়ে যতবার থেকেছি খুব ভাল লেগেছে। ক্রিকেটের মাধ্যমে সীমানার বাধা দূর হয়ে যায়। ক্রিকেটার ও ধারাভাষ্যকার হিসেবে আমি ভারতীয়দের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। ভারতের মনে হয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ হতে পারে না। ভারত কোনও আলোচনা ছাড়াই এশিয়া কাপ থেকে সরে যায়। এটা আমাকে ব্যথিত করেছে। আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই ইস্যুতে কড়া অবস্থা নিয়েছিলাম।'

এবারের টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছে পাকিস্তান। তবে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে শোচনীয় হারের পর বরখাস্ত হয়েছেন রামিজ। তাঁর বদলে নতুন পিসিবি চেয়ারম্যান হয়েছেন নজম শেঠি। তিনি ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, এ বিষয়ে ২ দেশের সরকারই সিদ্ধান্ত নিতে পারে। তিনি এখনও পর্যন্ত এশিয়া কাপ বা ওডিআই বিশ্বকাপ ইস্যুতে রামিজের মতো কড়া অবস্থান নেননি।

Latest Videos

বরখাস্ত হওয়ার আগে এ মাসের গোড়াতেই বিসিসিআই-এর উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রামিজ বলেন, 'ভারত যদি পাকিস্তানে খেলতে আসতে না পারে, তাহলে আমরাও এশিয়া কাপে না খেলার কথা ভাবতেই পারি। আমরা এশিয়া কাপ থেকে সরে যেতেই পারি। আমরা এ বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছি। ভারতীয় দল যদি আমাদের দেশে এশিয়া কাপ খেলতে না আসে, তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমাদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিলেও সেই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা সম্ভব নয়। ভারতীয় দল আমাদের দেশে খেলতে না এলে এশিয়া কাপ আয়োজন করার কোনও মানে হয় না।'

রামিজ আরও বলেন, 'ভারতীয় দল তো পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলছে। এশিয়া কাপ তো বহুদেশীয় প্রতিযোগিতা। এটা তো আর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নয়। তাহলে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে আসতে বাধা কোথায়? আমি ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না আসার কারণ বুঝতে পারছি না। এশিয়া কাপেও তো পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। তাহলে ওরা পাকিস্তানে খেলতে আসবে না কেন?'

কিন্তু রামিজের এই হুমকিকে কোনওরকম গুরুত্বই দেননি জয় শাহরা। এশিয়া কাপ ইস্যুতে অবস্তান বদল করেনি বিসিসিআই। উল্টে রামিজকেই পদ হারাতে হল।

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে ঈশান কিষানকে অবশ্যই রাখা উচিত, বললেন ব্রেট লি

প্রয়াত সুনীল গাভাসকরের মা মীনা গাভাসকর, বয়স হয়েছিল ৯৫ বছর, শোকপ্রকাশ ক্রিকেট মহলের

নিজেকে টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দেখা এখনও স্বপ্নের মতো মনে হয়, বলছেন সূর্যকুমার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today