ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে ঈশান কিষানকে অবশ্যই রাখা উচিত, বললেন ব্রেট লি

Published : Dec 26, 2022, 06:53 PM IST
Ishan Kishan

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার ঈশান কিষানের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। তিনি এই ব্যাটারকে লম্বা রেসের ঘোড়া বলেই মনে করেন।

কয়েকমাস পরেই দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভারতীয় দলে অবশ্যই ঈশান কিষানকে রাখা উচিত বলে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। তিনি বলেছেন, 'বিধ্বংসী দ্বিশতরান করে দেশের মাটিতে ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে ঈশান নিজের জায়গা পাকা করে ফেলেছে। সেটা কি হবে? আমি জানি না। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে কি ঈশানকে দেখা যাবে? আমার মনে হয়, ওকে অবশ্যই ভারতীয় দলে রাখা উচিত। এই ছেলেটা ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান করেছে। ও যদি ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারে, ফিটনেস ধরে রাখতে পারে এবং আগামী কয়েকমাস ভাল পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে ও নিশ্চিতভাবেই ভারতের হয়ে বিশ্বকাপ খেলবে। ও বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনার হিসেবে খেলবে।' সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দুরন্ত দ্বিশতরান করেন ঈশান। সেই কারণেই তাঁর প্রশংসা করেছেন ব্রেট লি।

ঈশানের প্রশংসা করে ব্রেট লি আরও বলেছেন, 'দ্বিশতরান করার পর এখন ঈশানের আত্মবিশ্বাস তুঙ্গে। বিশ্বকাপে ভারতীয় দলে ওর থাকা উচিত। তবে ওর এখন একটু সতর্ক থাকা উচিত। অত্যধিক প্রশংসা পাওয়ার ফলে ওর মাথা ঘুরে যেতে পারে। তাই ঈশান কিষানের জন্য আমার পরামর্শ হল, তুমি যে নজির গড়েছো, সে কথা ভুলে যাও। যত তাড়াতাড়ি সম্ভব দ্বিশতরান করার কথা ভুলে যাও। তুমি শুধু খেলার দিকে মন দাও। তোমাকে শুধু ফিট থাকতে হবে এবং বড় রান করে যেতে হবে।'

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ঈশানের দ্বিশতরান এবং বিরাট কোহলির সঙ্গে অসাধারণ পার্টনারশিপের প্রশংসা করেছেন ব্রেট লি। তিনি বলেছেন, 'আমি একটু দেরিতে প্রতিক্রিয়া দিচ্ছি। কিন্তু কথায় বলে, দেরিতে হলেও শেষপর্যন্ত প্রশংসা করাই উচিত। আমরা কয়েকদিন আগে ঈশান কিষানের যে পারফরম্যান্স দেখেছি, সেটা অনবদ্য। বাংলাদেশের কাছে ঈশানের আক্রমণের কোনও জবাবই ছিল না। ও ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান করেছে। মাত্র ১৩২ বলে ২১০ রান করেছে। ওর ইনিংসে ২৪টি বাউন্ডারি ও ১০টি বিশাল ওভার-বাউন্ডারি ছিল। ও দুর্দান্ত ইনিংস খেলেছে। উইকেটের সব দিকে ও শট খেলেছে। অবিশ্বাস্য ব্যাটিং করেছে ঈশান। ও সহজেই ত্রিশতরানও করতে পারত। ক্রিজের অন্য় প্রান্তে বিরাট কোহলি থাকায় ঈশানের সুবিধা হয়। ওই ইনিংসে শুধু ঈশানের শট খেলাই নয়, ও ২০০ রান করার জন্য দৌড়নোর সময় কোহলির প্রতিক্রিয়াও আমার খুব ভাল লেগেছে। ওদের পরস্পরের প্রতি সম্মান রয়েছে।'

আরও পড়ুন-

প্রয়াত সুনীল গাভাসকরের মা মীনা গাভাসকর, বয়স হয়েছিল ৯৫ বছর, শোকপ্রকাশ ক্রিকেট মহলের

নিজেকে টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দেখা এখনও স্বপ্নের মতো মনে হয়, বলছেন সূর্যকুমার

হার্দিককে নিয়ে বিতর্কিত ভিডিও সরিয়ে দিল ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেল

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের, জমে গেল সিরিজ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: প্রস্তুতির জন্য চলতি মাসেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া