বুধবার টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা।
টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারত-বাংলাদেশ লড়াই দেখা যাবে। শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শাকিব আল-হাসানদের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। ভারতীয় দলের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-২০ সিরিজে হেরে গিয়েছে বাংলাদেশ। ফলে মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের আত্মবিশ্বাস তলানিতে। শনিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। আইপিএল শেষ হওয়ার পর নিউ ইয়র্কে পা রেখেছেন রোহিতরা। দলের অন্যতম সেরা তারকা ব্যাটার বিরাট কোহলি এখনও দলে যোগ দেননি। নিউ ইয়র্কে পৌঁছে বৃষ্টি পেয়েছে ভারতীয় দল। ফলে প্রস্তুতি ঠিকমতো হচ্ছে না। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াই ভারতীয় ক্রিকেটারদের প্রাথমিক লক্ষ্য।
ভারতে কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ?
শনিবার ভারত-বাংলাদেশ ওয়ার্ম-আপ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায়। টেলিভিশনে সরাসরি এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এবারের টি-২০ বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।
শনিবার খেলবেন বিরাট?
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগেই দলে যোগ দিচ্ছেন বিরাট। তবে তাঁর এই ম্যাচে খেলার সম্ভাবনা কম। ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন কি না স্পষ্ট নয়। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে পুণেতে বাংলাদেশের বিরুদ্ধেই ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট পান হার্দিক। সেই চোটের জন্য তাঁকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়। টি-২০ বিশ্বকাপের আগে ব্যক্তিগত সমস্যায় জেরবার হার্দিক। এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই অলরাউন্ডার। টি-২০ বিশ্বকাপে ফর্মে ফেরাই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: নিউ ইয়র্কে বৃষ্টি, গাড়ি ডেকে দেওয়ার কেউ নেই, কী করলেন রোহিতরা? ভাইরাল ভিডিও
দোরগোড়ায় টি-২০ বিশ্বকাপ, আমেরিকাতে অনুশীলনের ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় দল
T-20 World Cup 2024: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, ভারতের খেলা কবে এবং কখন? জেনে নিন