Gautam Gambhir: কেকেআর ছেড়ে জাতীয় দলের কোচ হচ্ছেন গম্ভীর, দাবি বিসিসিআই সূত্রে

Published : May 31, 2024, 09:56 PM ISTUpdated : May 31, 2024, 10:13 PM IST
Virat Kohli_Gautam Gambhir

সংক্ষিপ্ত

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। এবার অন্য ভূমিকায় দেখা যেতে পারে গৌতম গম্ভীরকে। বিসিসিআই কর্তাদের কথায় সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট, নির্দিষ্ট করে বললে কর্ণধার শাহরুখ খান আপত্তি না জানালে ভারতীয় দলের প্রধান কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। এবারের আইপিএল চলাকালীন জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন জানান কেকেআর মেন্টর। বিসিসিআই সচিব জয় শাহ প্রকাশ্যে জানিয়েছেন, তাঁরা কোনও ভারতীয়কেই জাতীয় দলের দায়িত্ব দেবেন। গম্ভীরই যে প্রথম পছন্দ, সেই ইঙ্গিতও দেন বিসিসিআই সচিব। ২৭ মে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন জানানোর শেষ দিন ছিল। টি-২০ বিশ্বকাপের পর আর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড়। কোনও নাটকীয় পট পরিবর্তন না হলে দ্রাবিড়ের পরিবর্তে গম্ভীরের ভারতীয় দলের প্রধান কোচ হওয়া নিশ্চিত।

সর্বসম্মতিক্রমে জাতীয় দলের দায়িত্ব পাবেন গম্ভীর?

অতীতে দ্রাবিড়, রবি শাস্ত্রীরা যখন জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন, তখন দায়িত্ব পাওয়ার আগে তাঁদের আবেদন জানানোর পাশাপাশি ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্যদের কাছে সাক্ষাৎকারও দিতে হয়েছে। কিন্তু বিসিসিআই সূত্রে খবর, গম্ভীরের ক্ষেত্রে সেরকম কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, বিসিসিআই কর্তারা গম্ভীরকে সর্বসম্মতিক্রমে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে চাইছেন। গম্ভীরকে দায়িত্ব দেওয়া নিয়ে কেউই আপত্তি জানাচ্ছেন না।

কোচিংয়ে সাফল্য গম্ভীরের

ভারতীয় দলের সদস্য হিসেবে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন গম্ভীর। আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। এবার কেকেআর-এর মেন্টর হিসেবে অসাধারণ সাফল্য পেয়েছেন। ১০ বছর পর ফের কেকেআর-এর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেকেই গম্ভীরের অবদানের কথা বলছেন। এই কারণেই এবার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে গম্ভীরকে চাইছেন বিসিসিআই কর্তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: নিউ ইয়র্কে বৃষ্টি, গাড়ি ডেকে দেওয়ার কেউ নেই, কী করলেন রোহিতরা? ভাইরাল ভিডিও

ICC Men's T20 World Cup: এবারই হয়তো শেষ, টি-২০ বিশ্বকাপে আর দেখা যাবে না এই তারকাদের

Shah Rukh Khan: 'কেকেআর-এ ছোট-বড় বলে কেউ নেই, দলই আসল,' বার্তা শাহরুখের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে