Gautam Gambhir: জয়ের পর হেডকোচ গৌতম কী বললেন ড্রেসিংরুমে? ভাইরাল হল 'গম্ভীর' বাণী

Published : Aug 06, 2025, 12:58 AM IST
Gautam Gambhir: জয়ের পর হেডকোচ গৌতম কী বললেন ড্রেসিংরুমে? ভাইরাল হল 'গম্ভীর' বাণী

সংক্ষিপ্ত

Gautam Gambhir: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র হওয়ার পর, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

Gautam Gambhir: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করার পর, ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে কোচ গৌতম গম্ভীরের দেওয়া একটি বক্তৃতা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ওভালে পাঁচ ম্যাচের সিরিজে, দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। ওভালে অনুষ্ঠিত শেষ টেস্টে ভারত দুর্দান্ত জয় পেয়েছে। আর সেইসব নিয়েই কথা বলেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

তাঁর কথায়, ''সিরিজে দল ভালো ফল করেছে। অভিনন্দন পুরো টিমকে। তোমরা উন্নতি করছ। আমরা এইভাবেই কঠোর পরিশ্রম করে যাব। আমাদের খেলার ক্ষেত্রগুলোতে আমরা যাতে আরও উন্নত করতে পারি, সেটা আমাদের ভাবতে হবে। এইভাবে চলতে থাকলে, টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন আমরা আধিপত্য বিস্তার করতে পারব। সেক্ষেত্রে ড্রেসিংরুমের পরিবেশও ঠিকঠাক রাখতে হবে। শুভকামনা তোমাদের সবার জন্য। এই জয়টা উপভোগ করো সবাই। তোমরা কয়েকদিনের ছুটি নিতে পার।'' 

 

 

উল্লেখ্য, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই সিরিজের আগেই অবসর ঘোষণা করেছিলেন। স্পিনার অশ্বিনও দলে ছিলেন না। অস্ট্রেলিয়া সফরের সময়, অশ্বিন ক্রিকেট থেকে অবসর নেন। শুভমান গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দলের উপর অনেকেরই আস্থা ছিল না। কিন্তু সেইসব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে সমানে সমানে লড়াই করেছে ভারত।

টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই শুভমান গিল ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। অন্যদিকে, মাত্র তিনটি ম্যাচ খেলে যশপ্রীত বুমরা তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। মহম্মদ সিরাজ অনবদ্য বোলিং উপহার দিয়েছেন। এই সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন সিরাজ। ওভালে পাঁচ ম্যাচের সিরিজে, দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। ওভালে অনুষ্ঠিত শেষ টেস্টে ভারত দুর্দান্ত জয় পেয়েছে। আর সেইসব নিয়েই কথা বলেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে