
England vs India: শুবমান গিলের (Shubman Gill) নেতৃত্বে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) নতুন সংস্করণ ভালোভাবেই শুরু করল ভারতীয় দল (Indian Cricket Team)। ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও, কেনিংটন ওভালে (Kennington Oval) সিরিজের শেষ টেস্ট ম্যাচ জিতে সমতা ফেরায় ভারতীয় দল। এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় উন্নতি করেছে ভারত। নিজেদের দেশে এই সিরিজ ড্র করে কিছুটা পিছিয়ে পড়ল ইংল্যান্ড। ওভাল টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় দল। শুবমানদের পয়েন্ট ২৮। পয়েন্ট পার্সেন্টেজ ৪৬.৬৭। ওভাল টেস্টের আগে তিন নম্বরে থাকলেও, এই ম্যাচ হেরে চতুর্থ স্থানে নেমে গেল ইংল্যান্ড। তাদের পয়েন্ট ২৬ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৪৩.৩৩। লর্ডস টেস্টে জয় পেলেও, মন্থর ওভার রেটের কারণে দু’পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। এই কারণেই তারা ভারতের চেয়ে পিছিয়ে গেল।
ভারতের মতোই ইংল্যান্ডও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণে প্রথম সিরিজ খেলল। দুই দলই এই সিরিজে দু’টি করে ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। ওভাল টেস্ট জেতার সুবাদে ১২ পয়েন্ট পেয়েছে ভারতীয় দল। এই জয় পাওয়ার জন্যই তিন নম্বরে উঠে এল ভারতীয় দল। ৩৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তিনটি টেস্ট ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ১০০। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। তারা ২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কার পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ১৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজ এখনও পয়েন্ট পায়নি। ক্যারিবিয়ানরা ষষ্ঠ স্থানে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও কোনও ম্যাচ খেলেনি।
গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর থেকে এখনও কোনও টেস্ট সিরিজ জিততে পারেননি। প্রথম টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে গম্ভীর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।