Gautam Gambhir: গৌতমের 'গম্ভীর' বাণী! "ইংল্যান্ডে কাউকে খুশি করতে আসিনি", হ্যান্ডশেক বিতর্ক

Published : Jul 28, 2025, 09:30 PM ISTUpdated : Jul 28, 2025, 09:39 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

Gautam Gambhir: রীতিমতো যেন বাণ ছুঁড়ছেন তিনি। নিজের আত্মবিশ্বাসেই অটল রয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। 

Gautam Gambhir: ম্যাঞ্চেস্টার টেস্টে দুরন্ত লড়াই করে খেলায় ফিরে আসে ভারত। কেএল রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। আর তারপরেই তৈরি হয়েছে এই হ্যান্ডশেক বিতর্ক। যা নিয়ে বেশ গুরুতঁর প্রতিক্রিয়া দিয়েছেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। ভারতীয় দল যে কাউকে খুশি করতে ইংল্যান্ডে যায়নি, সেই কথাই তিনি মনে করিয়ে দিয়েছেন।

ঠিক কী বলেছেন গৌতম গম্ভীর?

তাঁর কথায়, "দলের দুই ক্রিকেটার ৯০ এবং ৮৫ রানে তখন ব্যাট করছিল। ওদের কি সেঞ্চুরি প্রাপ্য নয়? এমন যদি ইংল্যান্ড ক্রিকেটারদের সঙ্গে ঘটত, তাহলে কী করত ওরা? ওরা কি নিজেরা তখন ড্র মেনে নিত? উত্তর হল, কখনওই না। আমাদের ছেলেরা অনেক ঝড়ঝাপটা সামলে ব্যাটিং করেছে। তাই সেঞ্চুরিটা প্রাপ্য ছিল ওদের। এখানে তো আমরা কাউকে খুশি করতে আসিনি।”

রবীন্দ্র জাদেজা তখন নিজে ৮৭ রানে অপরাজিত রয়েছেন। আর ৮০ রানে ব্যাট করছেন ওয়াশিংটন সুন্দর। ভারত আপাতত তখন ৭৫ রানে এগিয়ে আছে। সেই সময়, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পারস্পরিক সম্মতিতে খেলা বন্ধ করে দিতে চান। তবে নিয়মানুযায়ী, তখনও ১৫ ওভার খেলা বাকি আছে। স্টোকস বুঝতে পারছিলেন, ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হতে চলেছে। ঠিক সেই কারণেই তিনি জাদেজা এবং ওয়াশিংটনের কাছে গিয়ে ড্রয়ের প্রস্তাব দেন। এমনকি, হ্যান্ডশেকও করতে যান। 

কিন্তু সেই প্রস্তাব পত্রপাট খারিজ করে দেন দুই ভারতীয় ব্যাটার

এবার কার্যত, জাদেজা এবং সুন্দরের পাশে দাঁড়িয়ে ইংল্যান্ডকে রীতিমতো তুলোধোনা করলেন গম্ভীর। তবে শুধু তিনি নন, সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক শুভমান গিলও। এই প্রসঙ্গে ম্যাচের পর ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল জানান, “ওরা দারুণ ব্যাটিং করেছে। দুজনেই একদম সেঞ্চুরির কাছাকাছি জায়গায় পৌঁছে গেছিল। তাই সিদ্ধান্তটা ওদের হাতই ছিল। যেভাবে ব্যাট করেছে ওরা, তাতে এই সেঞ্চুরি ওদের প্রাপ্য ছিল।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড