বিগ ব্যাশ লিগে সূর্যকুমারকে নেওয়ার মতো অর্থ নেই, মন্তব্য ম্যাক্সওয়েলের

টি-২০ ফর্ম্যাটে এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। এবার এই ব্যাটারের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

এবারের টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল ১০ উইকেটে হেরে গেলেও, অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সবার নজর কেড়ে নিয়েছেন সূর্যকুমার যাদব। এবার এই ব্যাটারের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতীয় দল হেরে যাওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটারদের বিভিন্ন দেশের টি-২০ লিগে খেলার অনুমতি দেওয়ার দাবি উঠছে। বিসিসিআই অনুমতি দিলে কি বিগ ব্যাশ লিগে সূর্যকুমারকে খেলতে দেখা যাবে? মজার ছলে ম্যাক্সওয়েল বলছেন, এই ব্যাটারকে নেওয়ার মতো অর্থ নেই। সেই কারণেই সূর্যকুমারকে বিগ ব্যাশ লিগে দেখা যাবে না। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেছেন, 'আমাদের অত অর্থ নেই। ফলে সূর্যকুমারের বিগ ব্যাশ লিগে খেলার কোনও সম্ভাবনাই নেই। ওকে নিতে হলে আমাদের সব ক্রিকেটারকে বরখাস্ত করতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকে বরখাস্ত করতে হবে। তারপর হয়তো সূর্যকুমারকে নেওয়া সম্ভব হবে।'

সূর্যকুমারের প্রশংসা করে ম্যাক্সওয়েল আরও বলেছেন, ‘সূর্যকুমার সারা মাঠে শট খেলতে পারে। ওর কবজি ও হাতের গতি এত বেশি, ও শেষমুহূর্তে প্রয়োজনীয় বদল ঘটিয়ে ফাঁকা জায়গায় শট খেলতে পারে। ইনিংসের শুরুতে ও কয়েকটি শট ফস্কায়। কারণ, ও সব বলেই বড় শট খেলতে চায়। বোলারদের উপর চাপ সৃষ্টি করাই ওর লক্ষ্য থাকে। ওকে যদি ইনিংসের শুরুতেই ৪-৫ বলের মধ্যে আউট না করা যায়, তাহলে ওকে আউট করা খুব কঠিন। ও এতটাই ভাল ব্যাটার। ও যেভাবে স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করে, যেভাবে কভারের উপর দিয়ে শট খেলে, তাতে ওর দক্ষতা বোঝা যায়। ও রিভার্স স্যুইপ খুব ভাল মারে। ও স্যুইপ শটও খুব ভাল মারে। ও স্ট্রেট ড্রাইভও খুব ভাল মারতে পারে। ও সারা মাঠে শট খেলতে পারে। ওর শটের গতি অবিশ্বাস্য। ও যখন পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করে, তখন হঠাৎ এত তাড়াতাড়ি জায়গা বদল করে, ওর পক্ষে সহজেই ফাইন লেগের উপর দিয়ে পিক আপ শট খেলে ওভার বাউন্ডারি মারা সম্ভব হয়। ওর মারা ওভার বাউন্ডারি অনেক দূরে চলে যায়।’

Latest Videos

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও অপরাজিত শতরান করেছেন। অসাধারণ ফর্মে আছেন এই ব্যাটার। ফর্ম ধরে রাখতে পারলে ২০২৪ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপে তিনিই ভারতের প্রধান ভরসা হয়ে উঠবেন।

আরও পড়ুন-

শুক্রবার থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজ, তৈরি শিখর ধাওয়ানরা

এটা আমার দল, সঞ্জু-উমরানকে না খেলানো নিয়ে স্পষ্ট জবাব হার্দিক পান্ডিয়ার

কিছুদিনের মধ্যেই মাঠে ফিরছেন, আগামী আইপিএল-এ খেলবেন জোফ্রা আর্চার

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন