Greg Chappell: জাঁকজমক তো নয়ই, রীতিমতো ভিখারির দশা গ্রেগ চ্যাপেলের! চাইছেন সাহায্য

জাঁকজমক দূরে থাক, সাধারণ জীবনযাপন চালাতেও হিমশিম খাচ্ছেন চ্যাপেল।

এক সময়ের তাঁর নামে কাঁপত গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া তো বটেই,বিশ্ব ক্রিকেটেরও মহাতারকা তিনি। অথচ সেই গ্রেগ চ্যাপেলেরই আজ দিন কাটছে অনটনে। জাঁকজমক দূরে থাক, সাধারণ জীবনযাপন চালাতেও হিমশিম খাচ্ছেন চ্যাপেল। এই দুরবস্থায় চ্যাপেলের পাশে দাঁড়াতে এবার বিশেষ ব্যবস্থা নিল তাঁর বন্ধুরা। চ্যাপেলকে সাহায্য করতে এবার অনলাইনে ত্রাণ তহবিল ক্যাম্পেনিং চালু করেছে তাঁর বন্ধুরা। তবে এবিষয় কোনও রাখঢাক রাখেননি গ্রেগ চ্যাপেলও। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমে খুব খোলাখুলি ভাবেই বলেছেন নিজের দৈন্য দশার কথা। নিউজ কর্প-কে গ্রেগ জানিয়েছেন, 'একদমই যে শোচনীয় অবস্থায়, সেরকম বলতে চাইছি না, তবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে মোটেই জাঁকজমকে দিন কাটাচ্ছি না।'

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌলতে ক্রিকেটারদের টাকার অভাব বিশেষ হয় না। তবে চ্যাপেল জানাচ্ছেন তিনি বা তাঁর সমসাময়িক ক্রিকেটাররা মোটেও এরকম সুবিধা পাননি। সে সময় জীবনযাপন করতেও সমস্যায় পড়তে হত ক্রিকেটারদের। চ্যাপেলের কথায়, 'অনেকেই মনে করেন, আমরা ক্রিকেট খেলেছি হয়ত বৈভবের জীবনযাপন করছি। তবে এখনকার ক্রিকেটারদের মত সুবিধা পাইনি আমরা। তবুও মোটেই কাঁদুনে গাইনি।'

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের