Greg Chappell: জাঁকজমক তো নয়ই, রীতিমতো ভিখারির দশা গ্রেগ চ্যাপেলের! চাইছেন সাহায্য

জাঁকজমক দূরে থাক, সাধারণ জীবনযাপন চালাতেও হিমশিম খাচ্ছেন চ্যাপেল।

এক সময়ের তাঁর নামে কাঁপত গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া তো বটেই,বিশ্ব ক্রিকেটেরও মহাতারকা তিনি। অথচ সেই গ্রেগ চ্যাপেলেরই আজ দিন কাটছে অনটনে। জাঁকজমক দূরে থাক, সাধারণ জীবনযাপন চালাতেও হিমশিম খাচ্ছেন চ্যাপেল। এই দুরবস্থায় চ্যাপেলের পাশে দাঁড়াতে এবার বিশেষ ব্যবস্থা নিল তাঁর বন্ধুরা। চ্যাপেলকে সাহায্য করতে এবার অনলাইনে ত্রাণ তহবিল ক্যাম্পেনিং চালু করেছে তাঁর বন্ধুরা। তবে এবিষয় কোনও রাখঢাক রাখেননি গ্রেগ চ্যাপেলও। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমে খুব খোলাখুলি ভাবেই বলেছেন নিজের দৈন্য দশার কথা। নিউজ কর্প-কে গ্রেগ জানিয়েছেন, 'একদমই যে শোচনীয় অবস্থায়, সেরকম বলতে চাইছি না, তবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে মোটেই জাঁকজমকে দিন কাটাচ্ছি না।'

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌলতে ক্রিকেটারদের টাকার অভাব বিশেষ হয় না। তবে চ্যাপেল জানাচ্ছেন তিনি বা তাঁর সমসাময়িক ক্রিকেটাররা মোটেও এরকম সুবিধা পাননি। সে সময় জীবনযাপন করতেও সমস্যায় পড়তে হত ক্রিকেটারদের। চ্যাপেলের কথায়, 'অনেকেই মনে করেন, আমরা ক্রিকেট খেলেছি হয়ত বৈভবের জীবনযাপন করছি। তবে এখনকার ক্রিকেটারদের মত সুবিধা পাইনি আমরা। তবুও মোটেই কাঁদুনে গাইনি।'

Latest Videos

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia