Travis Head: করোনাভাইরাসে আক্রান্ত, কবে মাঠে ফিরতে পারবেন ট্রেভিস হেড?

Published : May 18, 2025, 08:26 PM ISTUpdated : May 18, 2025, 08:28 PM IST
Travis Head

সংক্ষিপ্ত

Travis Head Health Update: এবারের আইপিএল-এ (IPL 2025) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) অন্যতম ভরসা ছিলেন। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি ট্রেভিস হেড। এবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

Travis Head COVID-19: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রেভিস হেড (Travis Head)। ফলে সোমবার আইপিএল-এ (IPL 2025) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে পারবেন না এই তারকা ব্যাটার। রবিবার সাংবাদিক বৈঠকে হেডের অসুস্থতার খবর জানিয়েছেন হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি (Daniel Vettori)। ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ফিরে যান হেড। তারপর তিনি এখনও দলে যোগ দেননি। এই তারকা ব্যাটার ভারতে থাকাকালীনই করোনাভাইরাসে আক্রান্ত হন না অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, সে বিষয়ে কিছু জানাননি ভেট্টোরি। তবে তিনি জানিয়েছেন, সোমবার সকালে ভারতে ফিরছেন হেড। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন দলের চিকিৎসকরা।

এবারের আইপিএল-এ আর কোনও ম্যাচে খেলবেন না হেড?

এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্যায়ে নিয়মরক্ষার তিনটি ম্যাচ বাকি। এই ম্যাচগুলিতে হেড খেলবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি ভেট্টোরি। তিনি বলেছেন, ‘ট্রেভিস কাল সকালে আসছে। ওর আসতে দেরি হচ্ছে। ওর আসলে কোভিড-১৯ হয়েছিল। ফলে ওর পক্ষে আসা সম্ভব হয়নি। এই কারণে ও কাল সকালে আসবে। তারপর আমরা ওর শারীরিক অবস্থা খতিয়ে দেখব।’

প্যাট কামিন্সও দলে যোগ দিচ্ছেন

হেডের সঙ্গেই অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। দলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় এবং অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final) প্রস্তুতি নেওয়ায় কামিন্স ও হেড ভারতে ফিরবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। ১১ জুন শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তবে সানরাইজার্স হায়দরাবাদ দল সূত্রে জানা গিয়েছে, হেডের পাশাপাশি কামিন্সও দলে যোগ দিচ্ছেন। ২৫ মে-র মধ্যে লিগ পর্যায়ের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। তারপর তাঁরা অস্ট্রেলিয়া ফিরে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নেবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের, জমে গেল সিরিজ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: প্রস্তুতির জন্য চলতি মাসেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া