GT vs MI Probable First XI: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে কি এটিকে রুদ্ধশ্বাস ম্যাচ বলা চলে? যে খেলায় মুখোমুখি গুজরাত বনাম মুম্বই (GT vs MI)।
GT vs MI Probable First XI: আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে শনিবার, আইপিএল ২০২৫-এর (IPL 2025 Schedule) মঞ্চে মুখোমুখি গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians)। সবথেকে বড় বিষয়, দুই দলই কিন্তু নিজেদের প্রথম ম্যাচে হেরে এদিন খেলতে নামছে।
উল্লেখ্য, গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১ রানে পরাজিত হয় গুজরাত। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন গুজরাত ব্যাটার সাই সুদর্শন, খেলেন ৪১ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস। ফলে, তাঁর দিকে কিন্ত এদিনের ম্যাচে নজর থাকবেই (GT vs MI 2025)।
সেইসঙ্গে, জস বাটলার, অধিনায়ক শুভমান গিল, শেরফানে রাদারফোর্ড, এবং রাহুল তেওয়াটিয়ার দিকেও চোখ রাখবেন ক্রিকেটপ্রেমীরা। শুধু তাই নয়, বোলিং বিভাগে মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, রশিদ খান, প্রসিধ কৃষ্ণ এবং সাই কিশোরের মতো তারকারাও রয়েছেন। বলা যেতেই পারে যে, গুজরাত যেন একেবারে তারকায় ঠাসা দল। নিঃসন্দেহে বেগ দিতে তৈরি মুম্বইকে (GT vs MI Dream 11 prediction)।
অপরদিকে মুম্বইও কিন্তু পিছিয়ে নেই। যদিও চেন্নাইয়ের বিরুদ্ধে তারা নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। কিন্তু এই ম্যাচ থেকে স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়াতে চাইবেন রোহিতরা। তবে গত ম্যাচে মুম্বইয়ের ওপেনিং জুটি একেবারেই ভালো খেলতে পারেনি। রোহিত নিজে ফিরে যান শূন্য রানে। ফলে, রিকেলটন এবং রোহিত জুটির দিকে নজর থাকবে এদিনের ম্যাচে (GT vs MI Match)।
তাছাড়া সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং উইল জ্যাকসের দিকেও চোখ রাখতেই হচ্ছে। শনিবারের ম্যাচে অধিনায়ক হার্দিক ফিরছেন। এছাড়াও ট্রেন্ট বোল্ট, দীপক চাহার এবং মিচেল স্যান্টনারও যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন (GT vs MI Probable First XI)।
ফলে, একটি হাড্ডাহাড্ডি ম্যাচ অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য।
কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ?
গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), শেরফানে রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা, রায়ান রিকেলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধির, দীপক চাহার, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।