GT vs MI Live Updates: টসে জিতে বোলিং নিল গুজরাত, হাইভোল্টেজ ম্যাচে ওয়াংখেড়েতে কী হবে?

Published : May 06, 2025, 07:07 PM ISTUpdated : May 06, 2025, 08:06 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

GT vs MI Live Updates: নিঃসন্দেহে হাইভোল্টেজ ম্যাচ। কারণ, মুখোমুখি গুজরাত বনাম মুম্বই (GT vs MI)। 

GT vs MI Live Updates: ক্রিকেটের মহারণ। আইপিএল-এর (IPL 2025) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স বনাম মুম্বই মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians)। 

 

 

সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিল গুজরাত 

এমনিতেই নিজেদের গত ম্যাচে জিতে মনোবল যথেষ্ট চাঙ্গা রয়েছে টাইটান্সদের (mi vs gt toss)। আর এবার অ্যাওয়ে ম্যাচ এবং সামনে মুম্বই। তাই এই ম্যাচেও যে তারা জয় হাসিল করতে চাইবেন, সেই কথা বলাই বাহুল্য। অতএব, এদিনের ম্যাচে অবশ্যই সাই সুদর্শন, জস বাটলার, অধিনায়ক শুভমান গিল, শেরফানে রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সিরাজ, রশিদ খান এবং সাই কিশোরের দিকে চোখ রাখতেই হচ্ছে (mumbai indians vs gujarat titans timeline)। 

 

 

আর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে মুম্বই, নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে। বিপুল জনসমর্থন তো থাকবেই (gt vs mi 2025)। তাছাড়া নিজেদের শেষ ম্যাচে তারাও জয় পেয়েছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, চলতি প্রতিযোগিতায় গোটা দল দারুণভাবে কামব্যাক করেছে। 

বিশেষ করে, রোহিত শর্মা নিজেও ফর্মে ফিরে এসেছেন

তাই মঙ্গলবারের ম্যাচে, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, নমন ধীর, রায়ান রিকেলটন, তিলক ভার্মা, অধিনায়ক হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, অশ্বিনী কুমার, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্টের দিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমী জনতা।

 

 

দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন?

গুজরাত টাইটান্সের প্রথম একাদশঃ শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, আরশাদ খান, জেরাল্ড কোয়েটজি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ

ইমপ্যাক্ট সাব: ওয়াশিংটন সুন্দর, মহীপাল লোমরর, অনুজ রাওয়াত, দাসুন শানাকা, শেরফানে রাদারফোর্ড

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশঃ রোহিত শর্মা, রায়ান রিকেলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধির, করবিন বশ, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা

ইমপ্যাক্ট সাব: কর্ণ শর্মা, রাজ বাওয়া, রবিন মিঞ্জ, রিস টপলে, অশ্বিনী কুমার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম