Rahul Vaidya-Virat Kohli: 'বিরাট কোহলিকে ভালো মানুষ মনে করি না,' বিস্ফোরক রাহুল বৈদ্য

Published : May 06, 2025, 05:05 PM ISTUpdated : May 06, 2025, 05:26 PM IST
Meghana

সংক্ষিপ্ত

Virat Kohli-Avneet Kaur: অভিনেত্রী অবনীত কউরের ইনস্টাগ্রাম পোস্ট লাইক করা নিয়ে নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু তারপরেও এ বিষয়ে বিতর্ক থামছে না। সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।

Rahul Vaidya attacked Virat Kohli: অভিনেত্রী অবনীত কউরের (Avneet Kaur) ইনস্টাগ্রাম পোস্ট (Instagram Post) লাইক করেছেন। এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু তারপরেও বিতর্ক থেকে রেহাই পাচ্ছেন না বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। এতদিন সোশ্যাল মিডিয়ায় মিম দেখা গিয়েছে। এবার বিরাটকে সরাসরি আক্রমণ করলেন গায়ক রাহুল বৈদ্য (Rahul Vaidya)। তাঁর দাবি, বিরাট মানুষ হিসেবে ভালো নন। কারণ, তিনি ইনস্টাগ্রামে এই গায়ককে ব্লক করে দিয়েছেন। বিরাটের চরিত্র ও কার্যকলাপ নিয়ে ব্যঙ্গ করেছেন রাহুল। তিনি বিরাটের অনুরাগীদেরও ব্যঙ্গ করেছেন। অনেকে বলছেন, গায়ক হিসেবে তেমন কোনও সাফল্য না পেয়ে এখন সহজে প্রচারের আলোয় আসার জন্য অবনীতের ঘটনা টেনে বিরাটকে আক্রমণ করছেন রাহুল।

বিরাট সম্পর্কে কী বলছেন রাহুল?

বিরাটকে ব্যঙ্গ করে রাহুল সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছেন, ‘আমি বলতে চাই, আজকের পর এমন হতে পারে যে আপনা থেকেই অনেক ছবিতে লাইক করা হয়ে যেতে পারে, যা আমি করিনি। ফলে মেয়েরা, দয়া করে এ নিয়ে প্রচার করবে না। কারণ, এটা আমার ভুল না। এটা ইনস্টাগ্রামের ভুল। ঠিক আছে?’ বিরাটকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় রাহুল আরও লিখেছেন, ‘আপনারা সবাই জানেন, বিরাট কোহলি আমাকে ব্লক করে দিয়েছে। আমার মনে হয় সেটাও ইনস্টাগ্রামের কোনও পদ্ধতিগত ভুল। বিরাট কোহলি আমাকে ব্লক করেনি। ইনস্টাগ্রামের অ্যালগরিদম হয়তো বিরাট কোহলিকে বলেছে, এক কাজ কর, আমি তোর হয়ে রাহুল বৈদ্যকে ব্লক করে দিচ্ছি। তাই তো?’

বিরাটকে ভালো মানুষ বলে মনে করেন না রাহুল!

বিরাট সম্পর্কে রাহুল আরও বলেছেন, ‘বিরাট কোহলি কোনও কারণে আমাকে ব্লক করে দিয়েছে। আমি এর কারণও জানি না। আমি ওর অনুরাগী ছিলাম। আমি এখনও এই ক্রিকেটারের অনুরাগী। কিন্তু আমি ওকে মানুষ হিসেবে ভালো বলে মনে করি না।’

 

 

রাহুলকে আক্রমণ বিরাটের অনুরাগীদের

ক্রিকেট-বহির্ভূত ঘটনা নিয়ে ব্যঙ্গ, তুই-তোকারি করা নিয়ে রাহুলের উপর চরম ক্ষুব্ধ বিরাটের অনুরাগীরা। তাঁরা সোশ্যাল মিডিয়া পোস্টে এই গায়ককে আক্রমণ করেছেন। যে কোনও চাপানউতোরের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। ইট মারলে পাটকেল খেতেই হবে। কিন্তু নিজে বিরাটকে ব্যঙ্গ করলেও, এই ক্রিকেট-কিংবদন্তির অনুরাগীদের পাল্টা আক্রমণে ক্ষোভপ্রকাশ করেছেন রাহুল। তিনি এখন দাবি করছেন, পরিবারের সম্মানহানি হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘বিরাট কোহলির চেয়ে ওর অনুরাগীরা আরও বড় জোকার। তোমরা আমাকে গালিগালাজ করছো ঠিক আছে। কিন্তু তোমরা আমার স্ত্রী ও বোনকেও গালিগালাজ করছো। ওদের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। ফলে আমি ঠিকই বলেছি। এই কারণেই বিরাট কোহলির অনুরাগীরা জোকার। অপদার্থ জোকার।’

বিরাট ব্লক করাতেই ক্ষুব্ধ রাহুল?

ভারতই শুধু না, গত এক দশকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট। তিনি নিজের পেশার ক্ষেত্রে বিশ্বসেরা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন বিরাট। তিনি ভারতীয় দলকে বহু ম্যাচ জিতিয়েছেন। টি-২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন বিরাট। সেখানে গায়ক রাহুলের উল্লেখযোগ্য সাফল্য বলতে ২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের (Indian Idol) প্রথম মরসুমে তৃতীয় হওয়া, ২০০৮ সালে রিয়েলিটি শো জো জিতা ওহি সুপারস্টার (Jo Jeeta Wohi Superstar) জেতা, ২০২০ সালে বিগ বস ১৪-এ (Bigg Boss 14) রানার-আপ হওয়া। এছাড়া তাঁর কয়েকটি নিজস্ব গান রেকর্ড হয়ে প্রকাশিত হয়েছে, কয়েকটি হিন্দি ছবিতে গান গেয়েছেন। বলিউডে প্লে-ব্যাক গায়ক হিসেবে গত দুই দশকে প্রথমসারিতে আসতে পারেননি রাহুল। ফলে তিনি যে বিরাটকে আক্রমণ করে প্রচারে থাকতে চাইবেন, সেটাই স্বাভাবিক। এমনই মত বিরাটের অনুরাগীদের। তাঁরা আরও বলছেন, রাহুলের বোঝা উচিত ছিল, ক্রিকেটের কিংবদন্তি বিরাটকে আক্রমণ করলে পাল্টা আক্রমণের মুখে পড়তে হবে। এরকম একজন আইকনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে সহজে পার পাওয়া যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম