GT vs PBKS Live Updates: ধুন্ধুমার ব্যাটিং শ্রেয়সের! গুজরাতের বিরুদ্ধে রানের পাহাড় পাঞ্জাবের

Published : Mar 25, 2025, 09:14 PM ISTUpdated : Mar 25, 2025, 09:42 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

GT vs PBKS Live Updates: পাঞ্জাব অধিনায়ক হিসেবে নিজেকে প্রথম ম্যাচেই প্রমাণ করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।  

GT vs PBKS Live Updates: চলতি প্রতিযোগিতার অন্যতম আরেকটি হাইভোল্টেজ ম্যাচ (IPL 2025)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার, মুখোমুখি হয় গুজরাত টাইটান্স বনাম পাঞ্জাব কিংস (GT vs PBKS)। সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তুলল পাঞ্জাব। 

 

 

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাত। কিন্তু শুরু থেকেই জ্বলে ওঠেন পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্য। তিনি করেন ৪৭ রান। কিন্তু এই ম্যাচকে যেন জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার কলকাতা তাঁকে দলে রাখেনি। পাঞ্জাব তাঁকে মেগা নিলাম থেকে কিনে নেয়। সেই শ্রেয়সই খেললেন বিধ্বংসী ইনিংস এবং বুঝিয়ে দিলেন যে, এখনও অনেক পথচলা বাকি। ৪২ বলে ৯৭ রানের অনবদ্য ইনিংস, যার মধ্যে ছিল ৫টি চার এবং ৯টি ছয় (IPL 2025 News)। 

অন্যদিকে, তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শশাঙ্ক সিং। পরের দিকে নেমেও ১৬ বলে ৪৪ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন। এছাড়া আজামতুল্লাহর ঝুলিতে ১৬ রান এবং মার্কাস স্টয়নিসের সংগ্রহে ২০ রান। বলা চলে, গুজরাত বোলারদের কার্যত মাথা তুলে দাঁড়াতেই দেননি পাঞ্জাবের ব্যাটাররা (GT vs PBKS live)। 

শেষপর্যন্ত, আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে পাঞ্জাব। গুজরাতের হয়ে ৩টি উইকেট নেন সাই কিশোর এবং ১টি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা ও রশিদ খান (GT vs PBKS match update)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?