Andre Russell: প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া আন্দ্রে রাসেলকে নিয়ে কী ভাবছে কেকেআর শিবির?

IPL 2025: ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হার দিয়ে এবারের আইপিএল (IPL 2025) শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফলে দ্বিতীয় ম্যাচের আগে চাপে আন্দ্রে রাসেলরা।

Kolkata Knight Riders vs Rajasthan Royals: এবারের আইপিএল-এর (IPL 2025) প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, বুধবার দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে আন্দ্রে রাসেল (Andre Russell) ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশাবাদী কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। তিনি রাসেলের উপর ভরসা রাখছেন। আইপিএল-এ এক দশকেরও বেশি সময় ধরে খেলছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি বহু ম্যাচে একা লড়াই করে কেকেআর-কে জয় এনে দিয়েছেন। ফলে আরসিবি-র বিরুদ্ধে ব্যর্থ হলেও, রাসেল ঘুরে দাঁড়াবেন বলে আশাবাদী কেকেআর-এর বোলিং কোচ। তিনি আশা করছেন, বুধবার গুয়াহাটিতে রাসেলের পাশাপাশি দলও ঘুরে দাঁড়াবে।

রাসেলের ব্যর্থতা নিয়ে ভাবছে না কেকেআর

Latest Videos

রাসেলের বিষয়ে কেকেআর-এর বোলিং কোচ বলেছেন, ‘খেলায় ব্যর্থতা আসতেই পারে। খেলোয়াড়দের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি দেখা যায়। রাসেল একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। গত ম্যাচে ব্যর্থ হওয়ার কথা নিশ্চয়ই ওর মাথায় থাকবে। ও সব ম্যাচেই নিজেকে প্রমাণ করার জন্য খেলতে নামে। আমরাও আশা করছি, আগামীকালের ম্যাচে ও ভালো পারফরম্যান্স দেখাবে।’ কেকেআর শিবিরের আশা, অতীতের মতো এবারও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাবেন রাসেল। এই অলরাউন্ডার ভালো পারফরম্যান্স দেখাতে পারলে কেকেআর-ও জয়ে ফিরতে পারে।

কেকেআর-এর ব্যাটিং নিয়ে সমস্যা

আরসিবি-র বিরুদ্ধে কেকেআর-এর ব্যাটিং খুব একটা ভালো হয়নি। অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ভালো ব্যাটিং করেন। অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিনও ব্যাট হাতে লড়াই করেন। ভালো পারফরম্যান্স দেখান তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। কিন্তু বাকিরা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। রাসেল মাত্র চার রান করে আউট হয়ে যান। সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) মাত্র ছয় রান করেন। ফলে আরসিবি-র কাছে হারতে হয় কেকেআর-কে। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেতে হলে কেকেআর-এর মিডল অর্ডারকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
‘মমতা নিজেই লন্ডন সফর লণ্ডভণ্ড করে এসেছেন!’ মমতাকে আক্রমণ করে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
'মহরমে ওরা অস্ত্র নিয়ে বেরোয়, আমরা রামনবমীতে নিলেই দোষ!' বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh Latest News