Chennai Super Kings: ২ তারকার বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ, ফের নির্বাসিত হবে সিএসকে?

IPL 2025: রবিবার ঘরের মাঠ চিপকে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে জয় দিয়ে এবারের আইপিএল (IPL 2025) শুরু করেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কিন্তু এই ম্যাচের পরেই বিড়ম্বনায় সিএসকে।

Chennai Super Kings Ball-Tampering: আইপিএল-এ (IPL 2025) কি ফের নির্বাসনের খাঁড়া নেমে আসবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) উপর? রবিবার চলতি আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে জয় পাওয়ার পরেও অস্বস্তিতে সিএসকে। কারণ, চিপকে (Chepauk) এই ম্যাচ চলাকালীন সিএসকে-র দুই তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও খলিল আহমেদের (Khaleel Ahmed) বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করছেন, বলে চিউয়িং গাম লাগিয়েছেন রুতুরাজ ও খলিল। যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মুম্বই ইন্ডিয়ানস দল বা কোনও খেলোয়াড় অভিযোগ দায়ের করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় জোরদার আলোচনা চলছে। অনেকে দাবি করছেন, ফের আইপিএল থেকে নির্বাসিত হতে পারে সিএসকে।

সত্যিই নির্বাসিত হবে সিএসকে?

Latest Videos

রুতুরাজ ও খলিল সত্যিই বল-বিকৃতির চেষ্টা করেছিলেন কি না, সে বিষয়ে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে তাঁরা যদি বল-বিকৃতির দায়ে পড়েন, তাহলেও দলের নির্বাসিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, অতীতে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে বল-বিকৃত করার অভিযোগ প্রমাণিত হয়। তখন সংশ্লিষ্ট খেলোয়াড়দের নির্বাসিত করা হয়েছিল। দল নির্বাসনের আওতায় পড়েনি। তাছাড়া এবার সিএসকে অধিনায়ক রুতুরাজ ও পেসার খলিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। তাঁদের বিরুদ্ধে বল-বিকৃতির প্রমাণও পাওয়া যায়নি। ফলে এই দুই ক্রিকেটারের এবং সিএসকে-র নির্বাসিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

 

 

শুক্রবার দ্বিতীয় ম্যাচ সিএসকে-র

রবিবার প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে চার উইকেটে জয় পাওয়ার পর শুক্রবার চলতি আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে সিএসকে। এই ম্যাচও ঘরের মাঠ চিপকেই খেলবেন রুতুরাজরা। পরপর দুই ম্যাচে জয় পেলে তাঁরা ভালো জায়গায় থাকবেন। শুধু পয়েন্টের বিচারেই নয়, মানসিকভাবেও তরতাজা থাকবেন সিএসকে-র সদস্যরা। সেটাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
‘মমতা নিজেই লন্ডন সফর লণ্ডভণ্ড করে এসেছেন!’ মমতাকে আক্রমণ করে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
'মহরমে ওরা অস্ত্র নিয়ে বেরোয়, আমরা রামনবমীতে নিলেই দোষ!' বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh Latest News