মাত্র ২৮ বলেই সেঞ্চুরি! ঋষভ পন্থের রেকর্ড ভেঙে দিলেন আইপিএল-এ 'অবিক্রিত' উর্ভিল

Published : Nov 27, 2024, 03:16 PM IST
URVIL PATEL

সংক্ষিপ্ত

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি হাঁকালেন গুজরাটের ক্রিকেটার উর্ভিল প্যাটেল। কিন্তু আশ্চর্যজনকভাবে নিলামে কোনও দলে সুযোগই পাননি তিনি।

এবার ভেঙে গেল ঋষভ পন্থের রেকর্ড। আইপিএল-এর মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএলের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড।

আর তার ঠিক একদিন পরেই ঘরোয়া ক্রিকেটে ভেঙে গেল পন্থের নজির। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি হাঁকালেন গুজরাটের ক্রিকেটার উর্ভিল প্যাটেল। কিন্তু আশ্চর্যজনকভাবে নিলামে কোনও দলে সুযোগই পাননি তিনি।

গত ২০১৮ সালে, ৩২ বলে শতরান করেন ঋষভ পন্থ। এতদিন ঘরোয়া ক্রিকেটে সেটিই ছিল দ্রুততম সেঞ্চুরির নজির। শুধু তাই নয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই এই রেকর্ড গড়েন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। তবে এদিন তা ভেঙে দিলেন উর্ভিল। ত্রিপুরার বিরুদ্ধে ৭টি চার এবং ১২টি ছয় মারেন তিনি।

শেষপর্যন্ত, তাঁর ইনিংস গিয়ে থামে ৩৫ বলের বিনিময়ে ১১৩ রানে। ১৫৬ রানের লক্ষ্যে মাত্র ১০.২ ওভারেই পৌঁছে যায় তারা। গুজরাট ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে।

তবে এটিই প্রথম নয়। গতবছরও ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ৪১ বলে ১০০ রান করেছিলেন উর্ভিল। আর এবার নিজের রেকর্ড ভাঙার সঙ্গে পন্থকেও টেক্কা দিলেন তিনি। গত মরশুমে তিনি গুজরাট টাইটান্সে ছিলেন। তবে উর্ভিলকে রিটেইন করা হয়নি। এমনকি, কোনও দল তাঁর জন্য বিডও করেনি আইপিএল-এর মেগা নিলামে।

তারপরেও একটুর জন্য বিশ্ব ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারলেন না উর্ভিল। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে শতরান করেছিলেন সাইপ্রাসের বিরুদ্ধে। তবে এবার দেখার বিষয় যে, শেষপর্যন্ত তিনি কোনও দল পান কিনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত