দেড় দশক আগে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এবার আর কোনও ঝুঁকি নিল না শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক দলের কর্মসূচির জেরে বাতিল হয়ে গেল ওডিআই সিরিজ। পাকিস্তান এ দলের বিরুদ্ধে শ্রীলঙ্কা এ দলের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ হওয়ার পর বাকি দুই ম্যাচ আর হচ্ছে না। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। এরপর শুক্রবার তৃতীয় ওডিআই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই দুই ম্যাচ হচ্ছে না। পাকিস্তানে উত্তপ্ত পরিস্থিতির জেরে কোনওরকম ঝুঁকি না নিয়ে ক্রিকেটারদের দেশে ফেরাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এই সিরিজ বাতিল হয়ে যাওয়ায় অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একইসঙ্গে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আশঙ্কা বাড়ল।
পাকিস্তানে বারবার সমস্যায় শ্রীলঙ্কা
২০০৯ সালের ৩ মার্চ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলার জন্য হোটেল থেকে মাঠে যাওয়ার সময় আক্রান্ত হয় শ্রীলঙ্কা দল। ১২ জন জঙ্গি টিম বাস ঘিরে ধরে গুলি চালাতে থাকে। শ্রীলঙ্কার ৬ জন ক্রিকেটার জখম হন। এই ঘটনার পর আর হোটেলে না ফিরে সরাসরি দেশে ফিরে যান শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এরপর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে। গত কয়েক বছর ধরে পাকিস্তানে ফের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে। কিন্তু ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ বেড়েছে।
পাকিস্তান থেকে সরে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি?
বিসিসিআই-এর আপত্তিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। কিন্তু এখন পাকিস্তানে যে অস্থির পরিস্থিতি তৈরি হল, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই অন্য কোনও দেশে সরে যেতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভারতের জন্য হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি? জরুরি বৈঠকে আইসিসি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত, বিসিসিআই-এর বিরুদ্ধে ঘুষের অভিযোগ পিসিবি-র
পিসিবি-র প্রস্তাব খারিজ আইসিসি-র, পাক-অধিকৃত কাশ্মীরে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন