৪৫০ কোটি টাকার চিটফান্ড প্রতারণা, শুবমান গিল, সাই সুদর্শনদের পাঠানো হচ্ছে সমন

Published : Jan 02, 2025, 05:25 PM ISTUpdated : Jan 02, 2025, 05:41 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে চিটফান্ড প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জাতীয় দলের তারকা ক্রিকেটারের নাম জড়িয়ে গিয়েছে।

গুজরাটে ৪৫০ কোটি টাকা চিটফান্ড প্রতারণায় শুবমান গিল-সহ গুজরাট টাইটানসের চার ক্রিকেটারের নাম জড়িয়ে গেল। এই ঘটনার তদন্ত করছে গুজরাট সিআইডি ক্রাইম ব্র্যাঞ্চ। শুবমানের পাশাপাশি আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে তাঁর সতীর্থ সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মার নামও জড়িয়ে গিয়েছে। চার ক্রিকেটারকেই সমন পাঠাতে চলেছে গুজরাট সিআইডি। সম্প্রতি চিটফান্ড প্রতারণার প্রধান চক্রী ভূপেন্দ্রসিং জালাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। জালা জানিয়েছেন, চিটফান্ডে বিনিয়োগ করেছিলেন ক্রিকেটাররা। তাঁদের সেই টাকা ফেরত দিতে পারেননি চিটফান্ড প্রতারণার মূল চক্রী। তাঁর এই স্বীকারোক্তির পরেই চিটফান্ডের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে গুজরাট সিআইডি। শুবমান এখন জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে। শুক্রবার শুরু হচ্ছে সিডনি টেস্ট। এই ম্যাচের পরেই দেশে ফিরবেন ভারতীয় ক্রিকেটাররা। তারপর শুবমান-সহ মোট চারজন ক্রিকেটারকে সমন পাঠানো হতে পারে।

কীভাবে চালানো হয়েছে প্রতারণা?

গুজরাট সিআইডি সূত্রে খবর, জেরার মুখে জালা জানিয়েছেন, তিনি তালোড, হিম্মতনগর, ভডোডরা-সহ গুজরাটের বিভিন্ন জেলায় অফিস খুলেছিলেন। বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার লক্ষ্যে বেশ কয়েকজন এজেন্টও নিয়োগ করেছিলেন। আইসিআইসিআই ব্যাঙ্ক ও আইএফসি ব্যাঙ্কের মাধ্যমে ৬,০০০ কোটি টাকার আর্থিক লেনদেন করেন জালা। ২০২৪ সালের আইপিএল-এ গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান এই চিটফান্ডে ১.৯৫ কোটি টাকা বিনিয়োগ করেন। মোহিত, সুদর্শন ও তেওয়াটিয়া কম অর্থ বিনিয়োগ করেন। এ বিষয়ে এখনও সংশ্লিষ্ট ক্রিকেটারদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তদন্তে ক্রিকেটারদের সহযোগিতা চাইছে সিআইডি

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (সিআইডি-ক্রাইম) পরীক্ষিৎ রাঠোড় জানিয়েছেন, চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত জালার সংস্থা বি জেড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের এজেন্টরা। প্রতারণার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে সিআইডি। সেই সময় পালিয়ে যায় জালা। সে প্রায় এক মাস গা ঢাকা দিয়ে থাকার পর ২৭ ডিসেম্বর গুজরাটের মেহসানা জেলা থেকে গ্রেফতার হয়। ৪ জানুয়ারি পর্যন্ত হেফাজতে আছে জালা। এই ঘটনায় আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বঙ্গে চিটফান্ড সংস্থায় ফের জড়াল শাসকদলের নাম, বর্ধমানে সিবিআইয়ের নজরে তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়

Chit Fund Case: চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার বর্ধমানের তৃণমূল পুরপ্রশাসক

চিটফান্ড তদন্তে আচমকা SP বদল, দিল্লি থেকে নয়া IPS অফিসারকে কলকাতা আনছে CBI

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে