এবার কি ক্রিকেটারদের পকেটে টান? 'যেমন রান, তেমন টাকা' নীতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রিকেটারদের পকেটে টান পড়ার আশঙ্কা। 

মানে যে ক্রিকেটার যেমন খেলছেন, তিনি ঠিক তেমনই টাকা পাবেন। অর্থাৎ, পারফরম্যান্স অনুযায়ী মাইনে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজ়ে ৩১ রান করা রোহিত শর্মা কম টাকা পাবেন যশস্বী জয়সওয়ালের তুলনায়। সূত্রের খবর, এমনটাই প্রস্তাব করা হয়েছে। অবশ্য এখনই এই নিয়ম চালু করা হবে কি না, তা যদিও জানা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ়ে পরাজয়ের পর, অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন বোর্ড কর্তারা।

আর সেখানেই ভালো খেলতে না পারলে কম টাকা দেওয়ার প্রসঙ্গ উঠেছে। মনে করা হচ্ছে, এর ফলে ক্রিকেটাররা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলবেন। যে ভাবে বেসরকারি সংস্থায় কর্মীদের বেতন বৃদ্ধি হয় তাদের কাজের উপর ভিত্তি করে, ভারতীয় ক্রিকেট বোর্ড এবার তেমনটাই করার কথা ভাবছে।

Latest Videos

প্রসঙ্গত, গত বছর বিসিসিআই টেস্ট ম্যাচ খেলার জন্য বেশি টাকা দেওয়ার ঘোষণা করেছিল। যে ক্রিকেটার বছরে ৫০ শতাংশের বেশি টেস্ট ম্যাচে প্রথম একাদশে খেলবেন, তিনি ম্যাচ প্রতি ৩০ লক্ষ টাকা করা পাবেন। অন্যদিকে, যে ক্রিকেটার ৭৫ শতাংশের বেশি ম্যাচ খেলবেন, তিনি ম্যাচ প্রতি ম্যাচ পিছু ৪৫ লক্ষ টাকা করে পাবেন। মূলত, টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য বোর্ড ৪০ কোটি টাকা খরচ করবে বলে প্রাথমিকভাবে ঠিক করেছিল।

আসলে টি-২০ এবং আইপিএল-এর মাঝেও ক্রিকেটাররা যাতে লাল বলের খেলাকেও গুরুত্ব দেন, ঠিক সেই কারণেই এমন ভাবনা ছিল বোর্ডের। কিন্তু লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে, এবার টাকা কেটে নেওয়ার কথাও ভাবতে শুরু করেছে বোর্ড। প্রথমে ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে পরাজিত হয় ভারত।

সবথেকে বড় বিষয়, প্রথমবারের জন্য ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে হেরে যায় তারা। প্রায় ১২ বছর পর, দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ়ে হারতে হয় ভারতকে। আর তারপর অস্ট্রেলিয়াতে গিয়ে ৩-১ ব্যবধানে ফের পরাজয়। যা বোর্ড একেবারেই ভালোভাবে নিচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly