Hardik Pandya-Natasa Satankovic: 'আমি আর নাতাশা যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি,' সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা হার্দিকের

Published : Jul 18, 2024, 09:58 PM ISTUpdated : Jul 18, 2024, 10:48 PM IST
hardik pandya and wife natasha

সংক্ষিপ্ত

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু তারপরেও হার্দিক পান্ডিয়ার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে তিনি সমস্যায় পড়েছেন।

বেশ কিছুদিন ধরে হার্দিক পান্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের সম্পর্ক নিয়ে যে জল্পনা চলছিল, এবার তার অবসান হল। নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে নাতাশার সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন হার্দিক। সম্প্রতি এক তরুণীরক সঙ্গে হার্দিককে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে। নাতাশাও তাঁর দেশ সার্বিয়ায় ফিরে গিয়েছেন। ফলে এই তারকা দম্পতির পথ এখন আলাদা। তবে তাঁদের সন্তান কোথায় থাকবে সেটা স্পষ্ট নয়। বাবা-মায়ের কাছে মিলিয়ে-মিশিয়ে থাকতে পারে অগস্ত্য। বিচ্ছেদের শর্ত কী, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি হার্দিক। তিনি ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

৪ বছর পর আলাদা হার্দিক-নাতাশা

সোশ্যাল মিডিয়া পোস্টে হার্দিক লিখেছেন, '৪ বছর একসঙ্গে থাকার পর আমি আর নাতাশা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, সবরকমভাবে চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস, দু'জনের স্বার্থে এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমাদের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। আমরা একসঙ্গে অনেক আনন্দ করেছি, পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছি, পরস্পরের পাশে থেকেছি। আমরা একসঙ্গে পরিবার হিসেবে ছিলাম। আমরা অগস্ত্যকে পেয়েছি। ও আমাদের জীবনের কেন্দ্রেই থাকবে। আমরা একসঙ্গেই ওকে বড় করে তুলব। ওকে খুশি রাখার জন্য আমাদের পক্ষে যা করা সম্ভব সে সবই করব। আমরা আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি। আমাদের এই কঠিন ও সংবেদনশীল সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে দিন।'

 

 

হার্দিক-নাতাশার পথ আলাদা

হার্দিক ও নাতাশা ধূমধাম করে বিয়ে করেছিলেন। তাঁরা জাঁকজমক করে জন্মদিন, বিবাহ বার্ষিকী পালন করতেন। কিন্তু হঠাৎই তাঁদের সম্পর্কে চিড় ধরে। এই সম্পর্ক আর ঠিক হল না। ফলে তাঁরা আলাদা হয়ে গেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India vs Sri Lanka : টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সেও চিঁড়ে ভিজল না, টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব হারালেন হার্দিক

রহস্যময়ী নারীর সঙ্গে হার্দিক! ফের বিয়ে করতে চলেছেন এই ক্রিকেটার? ললনার পরিচয় জানতে তোলপাড় নেট পাড়া

বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিল হার্দিক পত্নী! ভিডিও শেয়ার করে ঘর ভাঙার খবর দিলেন নাতাশা?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে