India vs Sri Lanka : টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সেও চিঁড়ে ভিজল না, টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব হারালেন হার্দিক

এবারের টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিন্তু তাতেও তিনি নির্বাচকদের সন্তুষ্ট করতে পারলেন না।

টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ফাইনালে গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু তারপরেও টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব হারালেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে তাঁকে রাখা হয়েছে বটে, কিন্তু সাধারণ খেলোয়াড় হিসেবে। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান গিল। যিনি টি-২০ বিশ্বকাপে ভারতের মূল দলে জায়গা পাননি। হার্দিককে কেন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল স্পষ্ট নয়। তবে সূর্যকুমারকেই যে নির্বাচকরা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখছেন, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে যদি সাফল্য পান সূর্যকুমার, তাহলে তাঁকেই এই পদে রেখে দেওয়া হতে পারে। তবে ওডিআই ফর্ম্যাটে সাফল্য পাননি সূর্যকুমার। এই কারণেই হয়তো শুবমানকে সহ-অধিনায়ক করা হল। তাঁকে ভবিষ্যতে সব ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে ভাবছেন নির্বাচকরা।

দলে রিঙ্কু-পরাগ

Latest Videos

শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন- সূর্যকুমার যাদব (অধিনায়ক),  শুবমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।

সূর্যকুমারের উপরেই আস্থা নির্বাচকদের

এখনও পর্যন্ত ৭টি টি-২০ ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে থেকেছেন সূর্যকুমার। এর মধ্যে ৫ ম্যাচে জয় পেয়েছে ভারত। অধিনায়ক হিসেবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার। তিনি অধিনায়ক হিসেবে থেলে ২টি অর্ধশতরান ও একটি শতরান করেছেন। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩০০ রান করেছেন সূর্যকুমার। এই কারণেই হয়তো তাঁর উপর ভরসা রাখছেন নির্বাচকরা। কিন্তু টি-২০ বিশ্বকাপজয়ী দলের সহ-অধিনায়ক হার্দিক এবার দলের সাধারণ সদস্যে পরিণত হওয়ায় হতাশ হতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Yuvraj Singh: সর্বকালের সেরা একাদশ বাছলেন যুবরাজ, জায়গা পেলেন প্রিয় 'দাদা'?

Champions Trophy: 'সরকার পাকিস্তান সফরের অনুমতি দেয়নি প্রমাণ দেখান,' বিসিসিআই-এর কাছে দাবি পিসিবি-র

Rohit Sharma: পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন? কী জানালেন রোহিত শর্মা?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের