Hardik Pandya: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স, টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে হার্দিক পান্ডিয়া

Published : Jul 03, 2024, 03:52 PM ISTUpdated : Jul 03, 2024, 05:21 PM IST
ICC Mens T20I All Rounder Rankings - Hardik Pandya

সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপের আগে মাঠে ও মাঠের বাইরে নানা সমস্যায় জেরবার ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফের নিজেকে প্রমাণ করেছেন এই অলরাউন্ডার।

টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবারের টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান হার্দিক। এরপরেই তিনি টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন। এর আগে টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁকে দ্বিতীয় স্থানে সরিয়ে দিলেন হার্দিক। তাঁর রেটিং ২২২। হাসারঙ্গাও ২২২ রেটিং পেয়েছেন। তবে হার্দিকই এখন শীর্ষে। প্রথম ১০ জনের মধ্যে অন্য কোনও ভারতীয় অলরাউন্ডার নেই। বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল-হাসান ৫ নম্বরে উঠে এসেছেন। আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি ৬ নম্বরে নেমে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ৯ নম্বরে নেমে গিয়েছেন। ১০ নম্বরে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি।

টি-২০ বিশ্বকাপে হার্দিকের প্রত্যাবর্তন

এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন হার্দিক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেশিরভাগ ম্যাচেই দর্শকদের বিদ্রুপ সহ্য করতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনেও সমস্যায় ছিলেন হার্দিক। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। ফলে টি-২০ বিশ্বকাপের আগে প্রচণ্ড চাপে ছিলেন হার্দিক। কিন্তু অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মাঠে ও মাঠের বাইরে সব সমস্যা মিটিয়ে নিয়েছেন হার্দিক। তিনি ফের ক্রিকেট দুনিয়ায় নায়ক হয়ে উঠেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি বুমরার

এবারের টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টি-২০ ফর্ম্যাটে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন এই পেসার। ১২ ধাপ উন্নতি করে তিনি এখন ১২ নম্বরে। ৭ নম্বরে উঠে এসেছেন অক্ষর প্যাটেল। ৯ নম্বরে উঠে এসেছেন কুলদীপ যাদব। বোলারদের মধ্যে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার অ্যানরিক নর্খিয়ে। ৩ নম্বরে আছেন হাসারঙ্গা। চতুর্থ স্থানে নেমে গিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Harbhajan Singh: ব্রায়ান লারার সঙ্গে বাবর আজমের তুলনা, হেসে কুটোপাটি হরভজন সিং

India tour of Zimbabwe: টি-২০ বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পরেই ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া, নতুন লড়াইয়ে শুবমানরা

Taskin Ahmed: দলের সবাই ভারতের বিরুদ্ধে খেলতে তৈরি, ঘুমই ভাঙল না তাসকিনের! আজব কাণ্ড বাংলাদেশ দলে

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম