আইপিএল-এর মেগা নিলামে সবথেকে কমবয়সী ক্রিকেটার ছিলেন তিনিই।
এইবার আইপিএল-এর মেগা নিলামে যারা অংশ নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বৈভবের নাম তালিকায় প্রকাশ হওয়ার পর থেকেই রীতিমতো তাঁকে নিয়ে হইচই শুরু হয়ে যায়।
কারণ তাঁর বয়স মাত্র ১৩ বছর। তাতে কী? আসল তো স্কিল এবং ব্যাটিং দক্ষতা। আর তাতেই তিনি করলেন বাজিমাৎ। মাত্র ১৩ বছর বয়সী বৈভবকে ঘিরে নিলামে কী দাঁড়ায়, তা দেখতে উৎসাহী ছিলেন অনেকেই।
তবে এই বয়সেই, গত জানুয়ারি মাসে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই বাঁ-হাতি ব্যাটারের। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনূ্র্ধ্ব-১৯ ইয়ুথ টেস্ট সিরিজ়ের পর সূর্যবংশীর পরিচিতি অনেকটাই বেড়ে যায়।
সেপ্টেম্বর-অক্টোবরে মাসে আয়োজিত এই সিরিজ়ের প্রথম টেস্টে তিনি শতরান হাঁকিয়ে প্রমাণ করে দেন যে, বয়স কম হলেও তিনি বড় মঞ্চ কাঁপাতে প্রস্তুত আছেন। অন্যদিকে, সর্বোচ্চ ৪১ রানের ইনিংসও খেলেছেন বিহারের এই ব্যাটার। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, বরং প্রতিভার উপর অনেকক্ষেত্রেই বিনিয়োগ করতে বেশি আগ্রহী হয়, তার প্রমাণ আগেই মিলেছে।
ওদিকে আবার চলতি মাসেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হতে চলেছে। সেই এশিয়া কাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যও বৈভব। পাকিস্তানের বিরুদ্ধে ৩০ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতের তরুণ দল। সেখানে বৈভবের দিকে আরও বেশি করে নজর থাকবে।
কারণ, নিলামে তিনি কোটি টাকার উপর দর পেয়েছেন। কারণ, তাঁকে ১.১০ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। সবথেকে বড় বিষয়, রাহুল দ্রাবিড় যে দলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই দলে তো প্রতিভা অন্বেষণ হবেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।