
Heinrich Klaasen retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবার অবসর ঘোষণা করলেন হেনরিখ ক্লাসেন। ঠিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ১০ দিন আগে সোমবার থেকেই ক্রিকেটের জগতে প্রাক্তন হয়ে গেলেন সদ্য আইপিএল খেলে দেশে ফেরা এই উইকেটরক্ষক-ব্যাটার।
তিনি লেখেন, ‘‘আজকের দিনটা আমার কাছে খুব দুঃখের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। তবে এই সিদ্ধান্তটি নিতে অনেক সময় লেগেছে আমার এবং পরিবারের ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তটাই সেরা মনে হয়েছে। কারণ, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই আমি। সেইজন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।’’
মাত্র ৩২ বছর বয়সে ক্লাসেনের অবসরের জেরে টেস্ট বিশ্বকাপ ফাইনালে সমস্যা হওয়ার কথা নয় দক্ষিণ আফ্রিকার। কারণ, গত বছরের জানুয়ারি মাসেই তিনি লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তাছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন না ক্লাসেন। দেশের হয়ে মোট চারটি টেস্ট খেলেছেন তিনি। যদিও শেষ টেস্টটি খেলেন গত ২০২৩ সালের মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে।
প্রধানত সাদা বলের ক্রিকেটার হিসেবেই পরিচিত তিনি। দেশের হয়ে খেলেছেন ৬০টি একদিনের ম্যাচ এবং ৫৮টি টি-২০ ম্যাচ। গত ২০১৮ সালে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু মাত্র সাত বছরেই শেষ হয়ে গেল ক্লাসেনের আন্তর্জাতিক ক্রিকেট জীবন।
এমনকি, চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও আইপিএল খেলেছেন ক্লাসেন এবং ভালো ফর্মেও ছিলেন এই ব্যাটার। শুধু তাই নয়, শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৯ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসও খেলেন তিনি। আইপিএলে মোট ১৩টি ম্যাচে তাঁর সংগ্রহে ন ৪৮৭ রান এবং ব্যাটিং গড় ৪৪.২৭।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।