মধ্যাহ্নভোজের আগেই চা পানের বিরতি! গুয়াহাটিতে প্রথম টেস্ট ম্যাচে বদলে যাচ্ছে নিয়ম

Published : Oct 30, 2025, 08:12 PM IST
India vs South Africa Live score update upto lunch of day 2 at cape town test spb

সংক্ষিপ্ত

India vs South Africa Test Match: অস্ট্রেলিয়া সফরের (India tour of Australia, 2025) পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। গুয়াহাটিতে (Guwahati) প্রথমবার হতে চলেছে টেস্ট ম্যাচ।

DID YOU KNOW ?
গুয়াহাটিতে প্রথম টেস্ট
আগামী মাসে গুয়াহাটিতে প্রথমবার কোনও টেস্ট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে টেস্ট ক্রিকেটের নিয়মে কিছু বদল আনা হচ্ছে।

Guwahati Test Match: টেস্ট ম্যাচের নিয়ম অনুযায়ী, প্রথম সেশনের পর দুই দলের ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের বিরতি (Lunch Break) হয়। তারপর দ্বিতীয় সেশনের পর হয় চা পানের বিরতি (Tea Break)। কিন্তু গুয়াহাটিতে প্রথম টেস্ট ম্যাচে এই নিয়মে বদল আসতে চলেছে। ২২ নভেম্বর বারসাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium) শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে ১৪ নভেম্বর কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ইডেনে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। কিন্তু গুয়াহাটিতে খেলা শুরু হবে সকাল ৯টায়। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে দেশের অন্য অংশগুলির তুলনায় সূর্যোদয় যেমন তাড়াতাড়ি হয়, তেমনই সূর্যাস্তও তাড়াতাড়ি হয়। নভেম্বরে আবার বছরের অন্যান্য সময়ের তুলনায় তাড়াতাড়ি দিনের আলো ফুরিয়ে আসছে। এই কারণেই গুয়াহাটিতে যেমন আধ ঘণ্টা আগে ম্যাচ শুরু হবে, তেমনই প্রথমে হবে চা পানের বিরতি, তারপর হবে মধ্যাহ্নভোজের বিরতি।

গুয়াহাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ

গুয়াহাটিতে এতদিন সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ হলেও, টেস্ট ম্যাচ হয়নি। এবারই প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচ আয়োজনের ক্ষেত্রে যাতে কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই (BCCI) ও অসম ক্রিকেট সংস্থা (Assam Cricket Association)। গুয়াহাটির পরিবেশ-পরিস্থিতির কথা মাথায় রেখেই নিয়মে বদল আনা হচ্ছে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে প্রথম সেশনের খেলা। তারপর সকাল ১১টা থেকে ১১টা বেজে ২০ মিনিট পর্যন্ত থাকবে চা পানের বিরতি। সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর একটা বেজে ২০ মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয় সেশনের খেলা। দুপুর একটা বেজে ২০ মিনিট থেকে দুটো পর্যন্ত থাকবে মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে তৃতীয় সেশনের খেলা।

টেস্ট ম্যাচেও রঞ্জি ট্রফির মতোই ব্যবস্থা

উত্তর-পূর্ব ভারতের সূর্যোদয় ও সূর্যাস্তের কথা মাথায় রেখে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচগুলিতে বিসিসিআই যে ব্যবস্থা করে, এবার টেস্ট ম্যাচেও সেই ব্যবস্থাই করা হচ্ছে। দিনের আলো যাতে যথাসম্ভব বেশি সময় ব্যবহার করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২
২২ নভেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট।
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের, জমে গেল সিরিজ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: প্রস্তুতির জন্য চলতি মাসেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া