
Sexual Assault: পাকিস্তানের (Pakistan) প্রয়াত প্রাক্তন লেগ-স্পিনার আবদুল কাদিরের (Abdul Qadir) ছেলে সুলেমান কাদিরের (Sulaman Qadir) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন তাঁদের বাড়ির পরিচারিকা। এই অভিযোগের ভিত্তিতে সুলেমানকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার আবদুলের চার ছেলে। তাঁদেরই একজন সুলেমান। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওই পরিচারিকার অভিযোগ, তিনি সুলেমানের বাড়িতে কাজ করতেন। একদিন তাঁকে জোর করে খামারবাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন সুলেমান। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে, তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। তারপরেই সুলেমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে। সুলেমানকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁকে এই ঘটনার বিষয়ে জেরা করা হচ্ছে।
বাবার মতোই সুলেমানও প্রাক্তন ক্রিকেটার। ৪১ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি। তিনি ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৪০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলেছেন তিনি। তাঁর বাবা অবশ্য তারকা ক্রিকেটার। আবদুল পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ এবং ১০৪টি ওডিআই ম্যাচ খেলেছেন। তিনি গত শতাব্দীর আটের দশকে লেগ-স্পিনার হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। তাঁর সম্পর্কে বলা হত, নেচে নেচে বোলিং করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি প্রয়াত হন। এবার তাঁর ছেলেই যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন।
সুলেমান দোষী সাব্যস্ত হলে কী সাজা হতে পারে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে কঠোর সাজা যে হতে পারে, সে বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফলে আপাতত পুলিশের হেফাজত থেকে হয়তো রেহাই পাচ্ছেন না। তদন্ত শেষ হলে তারপরেই জানা যাবে কী হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।