টি২০ বিশ্বকাপ জিতে কত কোটি টাকা পেল টিম ইন্ডিয়া? এর আগে এত টাকা কখনও পায়নি ভারত!

২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চ্যাম্পিয়ন হওয়ার জন্য রোহিত শর্মারা পুরস্কারমূল্য হিসেবে কত টাকা পাচ্ছেন, তা আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি। এছাড়াও কোন দল কত টাকা পাবে তাও জানিয়ে দেওয়া হয়েছিল।

ভারতীয় দল ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। বিরাট-রোহিতদের এই সাফল্যে সারা দেশে উৎসব চলছে। সবাই ভারতীয় ক্রিকেটারদের অভিনন্দন জানাচ্ছেন। টানটান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ১১ বছর পর ফের আইসিসি টুর্নামেন্ট জিতলে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। 

শনিবার বার্বাডোজে ভারতের নায়ক বিরাট, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারত। রান তাড়া করতে নেমে কুইন্টন ডি কক ও হেইনরিক ক্লাসেনের অসাধারণ লড়াইয়ের সুবাদে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়ারা যে 'চোকার্স' সেটা ফের প্রমাণ হয়ে গেল। ৮ উইকেটে ১৬৯ রান করেই থেমে গেল দক্ষিণ আফ্রিকা।

Latest Videos

এর আগে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চ্যাম্পিয়ন হওয়ার জন্য রোহিত শর্মারা পুরস্কারমূল্য হিসেবে কত টাকা পাচ্ছেন, তা আগেই জানিয়ে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়াও কোন দল কত টাকা পাবে তাও জানিয়ে দেওয়া হয়েছিল।

সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান এবং ইংল্যান্ড। দু-দলই পুরস্কার মূল্য হিসেবে পেল ৭ লক্ষ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৬ কোটি ৫৪ লক্ষ টাকা করে।

শুধু চ্যাম্পিয়ন বা রানার্স বা সেমি ফাইনালিস্টরা নয়, সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া বাকি চারটি দলও পুরস্কার পেল। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আমেরিকা পেল ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ ডলার। ভারতীয় মূল্যে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ টাকা।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাকি ১২টি দলকেও পুরস্কার দিল আইসিসি। পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউ জিল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউ গিনি, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল পুরস্কারমূল্য হিসেবে পেল ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ ডলার। অর্থাৎ, প্রায় ২ কোটি ৬ হাজার টাকা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সংখ্যক অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার দেওয়া হল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৩ কোটি ৫০ লক্ষ টাকা।

কত পেল ভারত?

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ২৪ লক্ষ ৫০ হাজার ডলার পুরস্কারমূল্য হিসাবে পেল। ভারতীয় মূল্যে যার পরিমাণ ২০ কোটি ৩৬ লক্ষ টাকা। রানার্স দল দক্ষিণ আফ্রিকা পেল ১২ লক্ষ ৮০ হাজার ডলার বা প্রায় ১০ কোটি ৬৪ লক্ষ টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia