বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত

Published : Feb 08, 2023, 03:41 PM ISTUpdated : Feb 08, 2023, 04:11 PM IST
The future of the ICC World Test Championship is in question due to the Coronavirus epidemic spb

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই সিরিজে বড় ব্যবধানে জয় পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল। সেটাই প্রধান লক্ষ্য।

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা করে দিল আইসিসি। বুধবার জানানো হয়েছে, ৭ জুন ওভালে শুরু হবে ম্যাচ। এই ম্যাচ ৫ দিনে গড়ালে খেলা চলবে ১১ জুন পর্যন্ত। ইংল্যান্ডের আবহাওয়ার কথা মাথায় রেখে ১২ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল সাদাম্পটনে। সেই ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এবার এখনও ভারতীয় দলের ফাইনাল খেলা নিশ্চিত হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে বড় ব্যবধানে জয় পেলে সরাসরি ফাইনালে জায়গা করে নেবে ভারত। না হলে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ৩-০ ফলে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে পারে ভারত, তাহলে কোনওদিকে তাকানোর দরকার হবে না। সেটাই রোহিত শর্মা-বিরাট কোহলিদের প্রধান লক্ষ্য। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট জিতে গেলে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে যা পরের ম্যাচগুলিতে কাজে লাগবে।

আইসিসি-র ওয়েবহসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। আমরা এই প্রতিযোগিতা চলাকালীন দল হিসেবে উন্নতি করতে পেরেছি। জুনে ওভালে খেতাব জিততে আমরা তৈরি। তবে তার আগে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বাধা পেরোতে হবে আমাদের। আমরা সেটা জানি। টেস্ট ক্রিকেটে অনেক নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। কোনও সন্দেহ নেই, আরও অনেক নাটকীয় মুহূর্ত আসবে। আমাদের ফাইনালে যাওয়ার আশা আছে দেখে আমি উত্তেজিত। আশা করি এবার আমরা ইতিহাস গড়তে পারব।'

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সম্ভাবনাই আমাদের দলের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। গত দু'বছর ধরে আমরা এই কথা ভেবেই খেলছি। গত ১২ মাসে আমাদের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। তারপরেও আমরা আত্মবিশ্বাসী যে ভারতের মাটিতে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা পাকা করতে পারব। আমরা গতবার ফাইনাল খেলতে পারিনি। সেই কারণে এবার দলের সবাই মরিয়া হয়ে উঠেছে। আমাদের দলের খেলোয়াড় এবং অন্যান্য সদস্যরা ভালো কাজ করেছ। ফাইনালে উঠলে ওরা সেই ভালো কাজের পুরস্কার পাবে। ফাইনাল নিরপেক্ষ মাঠে হবে। সেটা দু'দলের পক্ষেই ভালো হবে। কেউ বাড়তি সুবিধা পাবে না।'

আরও পড়ুন-

বৃহস্পতিবার শুরু প্রথম টেস্ট ম্যাচ, দেশের মাটিতে ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ ভারতের

বৃহস্পতিবার শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ, বুমরার অভাব পূরণ করতে তৈরি সিরাজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?