Test Cricket: ৪ দিনের টেস্ট ম্যাচের ব্যবস্থা করছে আইসিসি, কী করবে ভারতীয় দল?

Published : Jun 17, 2025, 02:04 PM ISTUpdated : Jun 17, 2025, 02:16 PM IST
Virat Kohli test match

সংক্ষিপ্ত

2027-29 WTC cycle: সদ্য শেষ হয়েছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship)। এরই মধ্যে ২০২৭ থেকে ২০২৯ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নতুন পরিকল্পনার কথা জানাল আইসিসি (ICC)।

ICC World Test Championship: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) যেমন চারদিনের ম্যাচ হয়, তেমনই এবার চারদিনের টেস্ট ম্যাচের পরিকল্পনা করছে আইসিসি (ICC)। তবে ভারত (India), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ডের (England) মতো দলগুলি চাইলে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলতে পারে। ২০২৭ থেকে ২০২৯ পর্যন্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল (2027-29 World Test Championship cycle) থেকে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে আইসিসি। চারদিনের টেস্ট ম্যাচ হলে কম শক্তিশালী দলগুলি ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে আরও ম্যাচ খেলতে পারবে। এছাড়া প্রতিটি সিরিজে বেশি ম্যাচ হতে পারে। গত সপ্তাহে লর্ডসে (Lords) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার (South Africa vs Australia) মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন বিশেষ বৈঠক করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)। তিনি কম শক্তিশালী দলগুলির জন্য চারদিনের টেস্ট ম্যাচের ব্যবস্থা করার পক্ষে মতপ্রকাশ করেছেন।

বাংলাদেশ-পাকিস্তান চারদিনের টেস্ট ম্যাচ খেলবে?

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলবে। অ্যাশেজ (Ashes), বর্ডার-গাভসকর ট্রফি (Border-Gavaskar Trophy) ও অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) ম্যাচগুলি পাঁচদিনেরই হবে। তবে অন্য যে দলগুলি টেস্ট ম্যাচ খেলে, তারা কী করবে, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ আফ্রিকা (South Africa), নিউজিল্যান্ড (New Zealand), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), পাকিস্তান (Pakistan), বাংলাদেশ (Bangladesh), আফগানিস্তান (Afghanistan), শ্রীলঙ্কা (Sri Lanka), জিম্বাবোয়ে (Zimbabwe), আয়ারল্যান্ডের (Ireland) মতো দলগুলি চারদিনের টেস্ট ম্যাচ খেলবে না পাঁচদিনের ম্যাচই খেলবে, তা স্পষ্ট নয়।

চারদিনের টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড

২০১৭ সালে প্রথমবার চারদিনের টেস্ট ম্যাচ অনুমোদন করে আইসিসি। ২০১৯ ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চারদিনের টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ড। গত মাসে ট্রেন্ট ব্রিজে (Trent Bridge) জিম্বাবোয়ের বিরুদ্ধে চারদিনের টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ড। এবার অন্য দলগুলিও চারদিনের টেস্ট ম্যাচ খেলতে পারে। ভারত-বাংলাদেশ, ভারত-শ্রীলঙ্কার মতো সিরিজগুলিতে চারদিনের টেস্ট ম্যাচ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম