
পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে তালিবানশাসিত আফগানিস্তানে মহিলাদের উপর অত্যাচার, অবিচার নিয়ে সরব হলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তবে তিনি খেলার মাঠে রাজনীতির অনুপ্রবেশের বিরোধী। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পক্ষে নন ইংল্যান্ডের অধিনায়ক। বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ বি-র অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে যে দল জয় পাবে তারা সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকবে। হারলেই ছিটকে যেতে হবে। এই ম্যাচের আগে বাটলার বলেছেন, ‘আফগানিস্তানে এই মুহূর্তে মহিলা ও মেয়েদের যে দুর্দশা, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তাঁদের যে পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে, তার জন্য খারাপ লাগছে। কিন্তু আমাদের আশা, এই ম্যাচ কঠিন সময়ে আশা ও বিনোদনের মাধ্যম হয়ে উঠবে। আমরা এই ম্যাচ নিয়ে উত্তেজিত। মানুষকে ঐক্যবদ্ধ করা এবং আশা দেওয়ার ক্ষমতা আছে খেলার। আমাদের আশা, এই খেলার মাধ্যমেও ঠিক সেটাই হবে।’
আফগানিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি
গত মাসে ইংল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দলের ১৬০ জন সাংসদ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়ে অনুরোধ করেন, আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলা চলবে না। বড় টুর্নামেন্টে আফগানিস্তানকে বয়কট করলে তালিবান সরকারকে কড়া বার্তা পাঠানো যাবে। কিন্তু সাংসদদের এই অনুরোধে সাড়া না দিয়ে ইসিবি সিদ্ধান্ত নেয়, আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে দল। খেলোয়াড়দের উপরেও এই সিদ্ধান্ত ছাড়া হয়নি। এই কারণে ইসিবি-কে ধন্যবাদ জানিয়েছেন বাটলার। তবে একইসঙ্গে তিনি আফগানিস্তানে লিঙ্গ-বৈষম্য নিয়ে সরব হয়েছেন।
আফগানিস্তানে মেয়েদের উপর সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা
২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরে তালিবান। এরপর থেকেই মেয়েদের উপর সব ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেয়েদের শিক্ষা, পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড মহিলা দল গঠন করতে পারছে না। তালিবানের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অনেক দেশ ও ক্রীড়া সংস্থা কঠোর অবস্থান নিয়েছে। তবে ইসিবি আফগানিস্তানকে বয়কট করার পক্ষে নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা হাতে দর্শককে জোর করে সরিয়ে দেওয়া হল, ভাইরাল ভিডিও
'আইসিসি-র দেওয়া টাকা ঠিকমতো খরচ করেছে পাকিস্তান?' ম্যাচ বাতিল হওয়ায় সংশয়ে মহম্মদ কাইফ
বৃষ্টিতে বাতিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, গ্রুপ বি-তে কোন দল কোথায় দাঁড়িয়ে?