রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ অবিরাম বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দুই দলেরই এখন তিন পয়েন্ট। যার ফলে আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ কার্যত নকআউটে পরিণত হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবিরাম বৃষ্টির কারণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাতিল হয়ে গেল। এদিন বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি। আইসিসি-র পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘একনাগাড়ে বৃষ্টির কারণে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাতিল করা হয়েছে।’ মঙ্গলবার সকাল থেকেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছিল। বিকেল পর্যন্ত বৃষ্টি থামেনি। মাঠকর্মীরা পিচ ও আউটফিল্ড যথাসম্ভব ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ শুরু করাই সম্ভব হল না। অবিরাম বৃষ্টিতে ম্যাচ ভেসে গেল এবং দুটি দলই এক পয়েন্ট করে ভাগ করে নিল। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এখন দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট করে নিয়ে যথাক্রমে গ্রুপ বি-তে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে আছে। এই বৃষ্টি বুধবার আফগানিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচকে কার্যত নকআউটে পরিণত করেছে। যে দলটি পরাজিত হবে তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়া তৃতীয় দল হবে।

গ্রুপ এ-র অঙ্ক পরিষ্কার

চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান এবং সেমি-ফাইনালে খেলা বাংলাদেশ। ফলে গ্রুপ এ থেকে এবার সেমি-ফাইনালে খেলছে ভারত ও নিউজিল্যান্ড। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দলও ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে কিউয়িরা। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেটে সহজে জয় পেয়ে ভারতের সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।

Scroll to load tweet…

গ্রুপ বি-তে আকর্ষণীয় লড়াই

চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড ও আফগানিস্তান এখনও পর্যন্ত পয়েন্ট পায়নি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে ইংল্যান্ড। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে আফগানিস্তান। বুধবার ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। অস্ট্রেলিয়া এখন শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেবে। দক্ষিণ আফ্রিকা শনিবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। বুধবার যে দল জয় পাবে, তারা সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকবে। গ্রুপ বি-র শেষ ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল-এ খেলে রোজগার করতে হবে, ভারত অন্যায্য সুবিধা পাচ্ছে বলার পরেই বয়ান বদল কামিন্সের

'এই দল নিয়ে ধোনির পক্ষেও কিছু করা সম্ভব হবে না,' কটাক্ষ পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের

YouTube video player