আইপিএল-এ খেলে রোজগার করতে হবে, ভারত অন্যায্য সুবিধা পাচ্ছে বলার পরেই বয়ান বদল কামিন্সের

Published : Feb 25, 2025, 06:35 PM ISTUpdated : Feb 25, 2025, 07:38 PM IST
Pat Cummins. (Photo- ICC)

সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে না খেললেও, আইপিএল-এ খেলবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার প্যাট কামিন্স। আইপিএল-এর ঠিক আগে বিসিসিআই-কে চটানোর ঝুঁকি নিচ্ছেন না তিনি।

আইপিএল ২০২৫ শুরু হতে চার সপ্তাহও বাকি নেই। এই পরিস্থিতিতে ভারতীয় দল সম্পর্কে কটূ মন্তব্য করলে আইপিএল চলাকালীন দর্শকদের রোষের মুখে পড়তে হতে পারে। এমনকী, আইপিএল ফ্র্যাঞ্চাইজি মোটা অঙ্কের চুক্তি বাতিলও করে দিতে পারে। সে কথা মাথায় রেখেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দল অন্যায্য সুবিধা পাচ্ছে বলার পরেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন প্যাট কামিন্স। তিনি এখন দাবি করছেন, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করেছে। তিনি যে কথা বলেননি, সে কথা তাঁর মুখে বসানো হয়েছে। যদিও কামিন্সের এই দাবির পরেও বিতর্ক থামছে না।

কী বলেছিলেন কামিন্স?

ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে যোগ দিলেও, পাকিস্তানে খেলতে যায়নি। ভারতের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। এ বিষয়ে ইয়াহু অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেন, ‘আমার মনে হয়, যা হচ্ছে তা এই টুর্নামেন্টের পক্ষে ভালো। কিন্তু এর ফলে অবশ্যই বিশাল সুবিধা পাচ্ছে ভারত। একই মাঠে খেলছে ভারত। ওদের দেখে এমনিতেই অত্যন্ত শক্তিশালী মনে হচ্ছে। ওরা একই মাঠে খেলার সুবিধা পাচ্ছে।’ 'কোড ক্রিকেট' নামে এক হ্যান্ডল থেকে 'এক্স' প্ল্যাটফর্মে কামিন্সকে উদ্ধৃত করে পোস্ট করা হয়, 'তুমি কোথায় খেলবে আর কোথায় খেলবে না, সেটা ঠিক করতে পারো না। এই টুর্নামেন্ট প্রহসনে পরিণত হয়েছে।' এই পোস্ট অবশ্য মুছে ফেলা হয়েছে। তবে কামিন্স পোস্ট করেছেন, ‘আমি কখনও এ কথা বলিনি।’

 

 

দুবাইয়ে সব ম্যাচ খেলছে ভারত

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতীয় দল সব ম্যাচ খেলছে দুবাইয়ে। বাকি দলগুলির ম্যাচ হচ্ছে করাচি, রাওয়ালপিন্ডি, লাহোরে। ভারতের প্রতিপক্ষ দলগুলি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিতে যাতায়াত করছে। ভারতীয় দল দুবাইয়েই আছে। এ বিষয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন কামিন্স। কিন্তু তাঁকে আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে হবে। সে কথা মাথায় রেখেই বয়ান বদল করলেন কামিন্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'এই দল নিয়ে ধোনির পক্ষেও কিছু করা সম্ভব হবে না,' কটাক্ষ পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের

ম্যাচ ফিট হওয়ার জন্য প্রস্তুতি শুরু, আইপিএল-এ নতুন ব্যাট নিয়ে খেলবেন ধোনি

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা