চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারবে ভারতীয় দল? গ্রহ-নক্ষত্রের অবস্থান কার পক্ষে?

Published : Mar 09, 2025, 11:49 AM ISTUpdated : Mar 09, 2025, 12:29 PM IST
Rohit Sharma during practice (Photo: Instagram/@rohitsharma45)

সংক্ষিপ্ত

গ্রহ-নক্ষত্রের অবস্থান, ভাগ্যগণনা, জ্যোতিষ শাস্ত্রে অনেকেই বিশ্বাস করেন। রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের আগেও অনেকেই ভাগ্যগণনা করছেন।

রবিবার দুপুরে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনাল। নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল। এই ম্যাচ উপলক্ষে সারা দেশেই ক্রিকেট মহলে উত্তেজনা তুঙ্গে। দেশের বিভিন্ন জায়গায় অনেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা, যজ্ঞ করছেন। সবারই আশা, ভারতীয় দল জয় পাবে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে এক স্বঘোষিত সন্ন্যাসী দাবি করেছিলেন, ভারতীয় দল জয় পাবে না। কিন্তু সেই ম্যাচে সহজে জয় পান বিরাট কোহলিরা। এবার অবশ্য কোনও সন্ন্যাসী বা জ্যোতিষী ভারতের হারের কথা বলছেন না। ক্রিকেট-শক্তির বিচারে ভারতেরই জয় পাওয়ার কথা। সে কথাই সবাই বলছেন।

কী বলছে রাশিফল?

রাশিফল অনুযায়ী, রবিবার শ্রীবৎস যোগ রয়েছে। পুষ্য বা পূষম বা পূয়ম নক্ষত্র যদি কোনও রবিবার থাকে, তাহলে এই যোগ দেখা যায়। শ্রীবৎস যোগ বিজয় এবং সাফল্যের প্রতীক। এছাড়া রবিবার চন্দ্র ও শুক্র পরস্পরের ৬০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে ভারতীয় দল কঠিন পরিস্থিতিতেও জয় ছিনিয়ে নিতে পারে। সবমিলিয়ে এই ম্যাচে ভারতের জয়ের আশাই দেখছেন জ্যোতিষীরা।

অধিনায়কের ভাগ্যগণনা কী বলছে?

চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই বড় রান পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ফাইনালে তাঁর ভাগ্য বদলে যেতে পারে। রাশিফল অনুযায়ী, রোহিতের এখন রাহুর মহা দশা এবং বুধের অন্তর্দশা চলছে। কারও জীবনে একসঙ্গে এই দুইয়ের প্রভাব থাকলে সাফল্য পাওয়ার কথা। এছাড়া রাশিফলের ছক অনুযায়ী রোহিতের ষষ্ঠ ঘরে এখন সূর্যের অবস্থান। ফলে তিনি যে পরিকল্পনা করবেন, তা সফল হবে। এই টুর্নামেন্টে অবশ্য রোহিত এখনও টসে জিততে পারেননি। তবে অধিনায়ক হিসেবে তিনি সাফল্য পাচ্ছেন। সব ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। রবিবার নিজে বড় রান পান বা না পান, দলকে জয় এনে দিতে চান রোহিত।

নিউজিল্যান্ডের অধিনায়কের ভাগ্য কী বলছে?

নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের রাশিফল বলছে, তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনালে ভালো পারফরম্যান্স দেখাতে পারেন। বুধ ও শুক্র তাঁর পক্ষে। ফলে ভালো বোলিং করতে পারেন এই স্পিনার। তবে নিউজিল্যান্ডের অধিনায়কের রাশিফলের ছকে তৃতীয় ঘরে আছে কেতু। ফলে ম্যাচ চলাকালীন চোট পাওয়ার আশঙ্কা থাকছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে