চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে কারা পার্থক্য গড়ে দেবেন? কী মত বাংলার প্রাক্তন ক্রিকেটারদের?

Published : Mar 08, 2025, 04:25 PM ISTUpdated : Mar 08, 2025, 04:51 PM IST
india new zealand Nottingham

সংক্ষিপ্ত

রাত পোহালেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল। ১২ বছর পর এই টুর্নামেন্ট জেতার লক্ষ্যে খেলতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। উত্তেজনার প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলই সবচেয়ে ধারাবাহিকতা দেখিয়েছে। ফাইনালের আগে পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। রবিবার ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখাই শুবমান গিল, শ্রেয়াস আইয়ারদের লক্ষ্য। এই টুর্নামেন্ট জিততে পারলে তৃতীয়বার খেতাব জিতে সফলতম দল হয়ে যাবে ভারত। এবারই হয়তো শেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি। দলকে চ্যাম্পিয়ন করাই তাঁদের লক্ষ্য। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি ভারতের তরুণ ক্রিকেটাররাও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। দলে ভারসাম্য আছে। ব্যাটিং ও বোলিং বিভাগ ছন্দে আছে। ফিল্ডিংয়ে কিছু সমস্যা আছে। ফাইনালে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও ভালো করতে হবে।

ফাইনাল নিয়ে বাংলার প্রাক্তন ক্রিকেটাররা কী বলছেন?

বাংলার প্রাক্তন ক্রিকেটাররাও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনাল নিয়ে আগ্রহী। আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে রবিবারের ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, সৌরাশিস লাহিড়ী। এবারের রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদারও চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল নিয়ে মুখ খুলেছেন। বাংলা যখন শেষবার রঞ্জি ট্রফি জিতেছিল, সেই দলের অধিনায়ক ছিলেন সম্বরণ। তাঁর মতে, রবিবার অক্ষর প্যাটেল বা হার্দিক পান্ডিয়া ভারতীয় দলকে ম্যাচ জেতাতে পারেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অনেক ম্যাচে অসাধারণ লড়াই করা লক্ষ্মীরতনের মতে, বিরাট কোহলি বা রাচিন রবীন্দ্র পার্থক্য গড়ে দিতে পারেন। প্রাক্তন অফ-স্পিনার সৌরাশিসের মতে, বিস্ময়-স্পিনার বরুণ চক্রবর্তী ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করবেন। অক্ষরের উপর ভরসা রাখছেন অনুষ্টুপ।

বোলারদের মধ্যে কারা পার্থক্য গড়ে দিতে পারেন?

সম্বরণের মতে, সবচেয়ে ভালো বোলিং করতে পারেন বরুণ। রবীন্দ্র জাডেজার উপর বাজি ধরছেন লক্ষ্মীরতন। মিচেল স্যান্টনার সবচেয়ে ভালো বোলিং করবেন বলে মত সৌরাশিসের। তাঁর সঙ্গে একমত অনুষ্টুপ।

ব্যাটারদের মধ্যে কার উপর ভরসা বাংলার প্রাক্তন ক্রিকেটারদের?

সম্বরণের মতে, বিরাট বা রোহিত সবেচেয়ে বেশি রান করতে পারেন। রোহিতের উপর ভরসা রাখছেন লক্ষ্মীরতন। বিরাটের নাম বলছেন সৌরাশিস। শুবমানের উপর ভরসা রাখছেন অনুষ্টুপ।

কোন বোলার সবচেয়ে বেশি উইকেট নিতে পারেন?

সম্বরণের মতে, বরুণ সবচেয়ে বেশি উইকেট নেবেন। অক্ষরের নাম বলছেন লক্ষ্মীরতন। প্রাক্তন সতীর্থ মহম্মদ শামির উপর ভরসা রাখছেন সৌরাশিস। অনুষ্টুপও শামির নাম বলছেন।

কোন দল এগিয়ে?

বাংলার চার প্রাক্তন ক্রিকেটারই মনে করছেন, এগিয়ে থেকে খেলতে নামছে ভারতীয় দল। তাঁদের আশা, রোহিতের হাতেই ট্রফি দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে