
২৫ বছর পর কোনও সীমিত ওভারের আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল। ২০০০ সালে কেনিয়ায় আইসিসি নক-আউটের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। সিকি শতাব্দী পর এবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল।এর মাঝে একাধিকবার আইসিসি টুর্নামেন্টের নক-আউটে ভারত ও নিউজিল্যান্ডের লড়াই হয়েছে। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে কিউয়িদের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। আবার ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত। ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ফলে গত ২৫ বছরে আইসিসি টুর্নামেন্টের নক-আউটে একাধিকবার ভারত-নিউজিল্যান্ডের লড়াই হয়েছে। কোনও ম্যাচে ভারত জিতেছে, আবার কখনও হেরে গিয়েছে। ফলে রবিবার জোরদার লড়াইয়ের অপেক্ষা।
রবিবার দুবাইয়ের আবহায়া কেমন থাকবে?
চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে বৃষ্টির জন্য একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। তবে দুবাইয়ে ভারতের চারটি ম্যাচই ভালোভাবে হয়েছে। রবিবার ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস নেই। স্থানীয় সময় অনুযায়ী দুপুর একটায় ম্যাচ শুরু হবে। সেই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা কমবে। বিকেল তিনটে নাগাদ আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন হয়ে পড়বে। দিনের বাকি সময় আকাশে মেঘ থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই।
জমজমাট লড়াইয়ের অপেক্ষা
ভারত ও নিউজিল্যান্ড চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। গ্রুপের সব ম্যাচ এবং সেমি-ফাইনাল জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ড গ্রুপে প্রথম দুই ম্যাচ জেতার পর শেষ ম্যাচে ভারতের কাছে হেরে যায় কিউয়িরা। এরপর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারতীয় দল। অন্য সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ভারত। দুবাইয়ের মাঠ, পিচ, আবহাওয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা মানিয়ে নিয়েছেন। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী, মহম্মদ শামিদের কিছুটা সুবিধা হতে পারে। তবে রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসনরাও লড়াই করতে তৈরি। ফলে দুর্দান্ত লড়াই দেখা যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।