শুভমান যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ব্যস্ত, তখন তাঁর গুজরাতে টাইটান্সে কে যোগ দিল জানেন?

Published : Mar 09, 2025, 04:03 PM IST
Shubman Gill with teammates (Photo: ICC)

সংক্ষিপ্ত

শুভমান যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ব্যস্ত, তখন গুজরাত টাইটান্স দলে যোগ দিলেন ম্যাথু ওয়েড।

আইপিএল শুরু হতে বাকি আর মাত্র ১৩ দিন। তার আগেই শুভমন গিলের গুজরাত টাইটান্সে যোগ দিলেন ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে দলের সহকারী কোচ হিসেবে। গত ২০২২ এবং ২০২৪ সালে গুজরাত দলের ক্রিকেটারও ছিলেন ওয়েড।

সোশ্যাল মিডিয়াতে গুজরাত কর্তৃপক্ষ এই খবরটি জানিয়ে লিখেছে, “চ্যাম্পিয়ন। যোদ্ধা এখন আমাদের সহকারী কোচ। গুজরাত টাইটান্সের ডাগআউটে স্বাগত ম্যাথু ওয়েড!”

উল্লেখ্য, গত আইপিএল নিলামের আগেই অবসর নেন ম্যাথু ওয়েড। তারপর আইপিএল নিলামেও নিজের নাম নথিভুক্ত করাননি ওয়েড। যদিও আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সবমিলিয়ে, ১৫টি ম্যাচ খেলেছেন ওয়েড। তার মধ্যে ১২টি ম্যাচই খেলেছেন গুজরাতের জার্সিতে। গত ২০২২ সালে, আইপিএল জয়ী গুজরাত দলের অন্যতম সদস্য ছিলেন ম্যাথু।

এমনিতে গুজরাত দলের প্রধান কোচ আশিস নেহরা। ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার পার্থিব পটেল। সেইসঙ্গে, সহকারী কোচ হিসেবে রয়েছেন আশিস কাপুর এবং নরেন্দর নেগি। জানা গেছে, তাদের সঙ্গেই এবার কাজ করবেন ওয়েড।

পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্ট, ৯৭টি একদিনের ম্যাচ এবং ৯২টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৪৬৮২-রও বেশি রান রয়েছে। উইকেটরক্ষক হিসেবে তাঁর মোট উইকেট সংখ্যা ২৬৬টি। এর আগে অবশ্য দিল্লী ক্যাপিটালসের হয়েও আইপিএল খেলেছেন ওয়েড। এছাড়াও বিভিন্ন দেশে টি-২০ লিগ খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে