'সত্যিই উনি ফেল করেছিলেন,' চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পরেও রোহিতকে খোঁচা সৌগতর

Published : Mar 10, 2025, 08:46 AM ISTUpdated : Mar 10, 2025, 09:13 AM IST
Men in Blue lift ICC Champions Trophy 2025

সংক্ষিপ্ত

ভারতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। কিন্তু তারপরেও রোহিত শর্মা সম্পর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের মনোভাব বদলাচ্ছে না।

কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ ঢোঁক গিলেছেন। ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিততেই রোহিত শর্মার ঢালাও প্রশংসা করেছেন। কিন্তু তীব্র সমালোচনার পরেও বদলাচ্ছেন না তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি এখনও ভারতের অধিনায়ককে খোঁচা দিয়ে চলেছেন। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেন রোহিত। কিন্তু তৃণমূল সাংসদ তাতেও সন্তুষ্ট হতে পারছেন না। তাঁর দাবি, প্রলোভনে পা দিয়ে আউট হয়েছেন রোহিত। তিনি শতরান করতে পারলে ভারতীয় দলের জয় সহজ হত। ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরেও অধিনায়কের এমন সমালোচনায় অনেকেই বিরক্ত। সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে।

রোহিতের অবসর নেওয়া উচিত!

রোহিতের অসাধারণ ইনিংসের পরেও সৌগত বলছেন, ‘অবসর নিয়ে নেওয়া উচিত। আজকেও যেভাবে স্টাম্প আউট হয়েছে, সেটা উচিত হয়নি। সবাই আশা করেছিল ভালো খেলছে, সেঞ্চুরি করবে। সেটা হয়নি। ৭৬ করেছে। তবে ভালো খেলেছে। আমি প্রতিটা বল খেলা দেখেছি। ভারত লড়াই করে জিতেছে। রোহিত আগে ভালো খেলতে পারছিল না। ও সেঞ্চুরি করলে আরও খুশি হতাম। প্রলোভনে পা দিয়ে স্টাম্প আউট হয়েছে।’ তাঁকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তাকে গুরুত্ব দিচ্ছেন না সৌগত। তাঁর দাবি, 'যা ঠিক মনে হয়েছে, বলেছি। আমি সোশ্যাল মিডিয়া দেখি না। সোশ্যাল মিডিয়া কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা যাঁরা ক্রীড়াপ্রেমী, তাঁদের তো বলার অধিকার রয়েছে।'

ফেল করেছিলেন রোহিত!

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের আগে কোনও ম্যাচেই বড় স্কোর করতে পারেননি রোহিত। ভালো শুরু করেও আউট হয়ে যাচ্ছিলেন ভারতের অধিনায়ক। এ প্রসঙ্গে সৌগত বলেছেন, 'আমি যখন বলেছিলাম, তখন তো উনি সত্যিই ফেল করেছিলেন। ক্যাপ্টেনের পারফর্ম করা উচিত। উনি নিজের জায়গা জাস্টিফাই করতে পারেননি।' নিজেকে ক্রীড়াপ্রেমী বলেও দাবি করেছেন সৌগত। তাঁর মতে, ভারতের অধিনায়কের সমালোচনা করার অধিকার আছে। যদিও একজন রাজনীতিবিদের ক্রিকেট দলের অধিনায়ক সম্পর্কে এরকম মন্তব্য অনেকেই মানতে পারছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড