গ্রুপের ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন, ফাইনালের আগে নিউজিল্যান্ড শিবিরে 'বরুণাতঙ্ক'

Published : Mar 07, 2025, 06:46 PM ISTUpdated : Mar 07, 2025, 07:23 PM IST
Varun Chakravarthy. (Photo: X/@BCCI)

সংক্ষিপ্ত

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের সাফল্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্পিনাররা। বিশেষ করে বরুণ চক্রবর্তী যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে ফাইনালের আগে তাঁকে নিয়ে আলোচনা চলছে।

জসপ্রীত বুমরা ফিট থাকলে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে সুযোগ পেতেন না। চোটের জন্য বুমরা ছিটকে যাওয়াতেই শেষমুহূর্তে ভারতীয় দলে জায়গা পান। গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন। তারপর আর তাঁকে একাদশের বাইরে রাখার কারণ দেখেননি রোহিত শর্মা, গৌতম গম্ভীররা। রবিবার সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচের আগে নিউজিল্যান্ড শিবিরে বরুণ চক্রবর্তীকে নিয়ে আলোচনা চলছে। গ্রুপের ম্যাচে তাঁর রহস্যময় স্পিনের দিশা পাননি রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসনরা। ফাইনালেও যদি বরুণ ছন্দ পেয়ে যান, তাহলে ভারতীয় দলের জয় নিশ্চিত হয়ে যাবে। এই কারণে বরুণকে নিয়ে ভাবনায় কিউয়িরা।

'বরুণাতঙ্কে' নিউজিল্যান্ড দল

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের আগে বরুণকে নিয়ে আতঙ্কের কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। তাঁর দাবি, গ্রুপের ম্যাচে ভারতের এই স্পিনার পাঁচ উইকেট নিলেও, ফাইনালে তাঁর বোলিং সামলানোর জন্য ভালোভাবে তৈরি কিউয়ি ব্যাটাররা। গ্রুপের ম্যাচে উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনারদের ঘোল খাইয়েছিলেন বরুণ। ফাইনালের আগে এই স্পিনারের বিষয়ে নিউজিল্যান্ডের কোচ বলেছেন, ‘গত ম্যাচে আমাদের বিরুদ্ধে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পর ও নিশ্চয়ই খেলবে। ও অত্যন্ত দক্ষ বোলার। গত ম্যাচে আমাদের বিরুদ্ধে ও দক্ষতার পরিচয় দিয়েছে। ও ফাইনালে বড় আতঙ্ক। ওকে নিয়ে আমরা ভাবছি। আমরা ওকে কীভাবে নিষ্ক্রিয় করতে পারি এবং ওর বলে কীভাবে রান করতে পারি, সে বিষয়ে পরিকল্পনা করছি।’

ভারতীয় দলের ভরসা বরুণ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখান বরুণ। ট্রেভিস হেডের উইকেট নেন এই স্পিনার। তিনি ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন। ফাইনালেও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে