
অপরাজিতভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারতীয় দল। গ্রুপের তিন ম্যাচ তো বটেই, সেমি-ফাইনাল এবং ফাইনালেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত শর্মা, শ্রেয়াস আইয়াররা। এই টুর্নামেন্টে দলগত পারফরম্যান্সের জন্যই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, শ্রেয়াস, কে এল রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিরা অনবদ্য লড়াই করেছেন। সারা টুর্নামেন্টে বড় রান না পেলেও, ফাইনালে দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক রোহিত। সবার লড়াইয়ের ফলেই পরপর দু'বছর আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। তবে এই সাফল্য এলেও, টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে ফিল্ডিং। এক্ষেত্রে অনেক উন্নতি করতে হবে।
বরুণের একাদশে সুযোগ পাওয়াই টার্নিং পয়েন্ট?
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি বরুণ। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পেসার হর্ষিত রানার পরিবর্তে বরুণকে খেলার সুযোগ দেওয়া হয়। সেই ম্যাচে এই স্পিনার পাঁচ উইকেট নেন। এরপর আর দলে বদল করেননি রোহিত-গৌতম গম্ভীররা। বাকি ম্যাচগুলিতে চার স্পিনার, এক পেসার ও একজন পেসার-অলরাউন্ডার নিয়ে খেলে ভারত। শামির সঙ্গে বোলিং ওপেন করেন হার্দিক। এই টিম কম্বিনেশন কার্যকর হয়। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিনারদের দাপট দেখা গেল। এর ফলে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার পথ প্রশস্ত হয়ে যায়।
তরুণ ব্যাটারদের লড়াই
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেন শ্রেয়াস। একাধিক ম্যাচে কঠিন পরিস্থিতিতে তিনি মিডল অর্ডারের হাল ধরেন। ফাইনালেও অসামান্য ব্যাটিং করেন এই তারকা। রাহুলও দায়িত্ববোধের পরিচয় দেন। তিনি ফাইনালেও অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন। বিরাট ফাইনালে রান না পেলেও, তার আগে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। দলের প্রয়োজনের সময় অক্ষর, জাডেজাও ভালো ব্যাটিং করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।